এয়ারটেল মিনিট চেক কোড | Airtel minute check code 2022
হাই বন্ধুরা! সবাই কেমন আছেন। আজকে আমি আপনাদের মাঝে এয়ারটেল মিনিট চেক কোড শিরোনামের আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এয়ারটেল সিমের মিনিট চেক করার কোড শেয়ার করব। সেইসাথে কিভাবে এই কোড ব্যবহার করে আপনার এয়ারটেল সিমের মিনিট চেক করবেন তাও দেখাবো।
বর্তমানে এয়ারটেল বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল অপারেটিং নেটওয়ার্ক এবং দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেইসাথে এয়ারটেলের দারুন দারুন অফার যেমন মিনিট প্যাক ইন্টার্নেট প্যাক এসএমএস প্যাক সেই সাথে বিভিন্ন ধরনের আকর্ষণীয় বান্ডেল প্যাক অফার এর মাধ্যমে এয়ারটেল বেশ ভালই সুনাম কুড়াচ্ছে।
তবে এয়ারটেলের বিভিন্ন ধরনের অফার থাকলেও আমরা প্রায়শই এই সকল অফারের ব্যালেন্স চেক করার কোড না জানার কারণে ভোগান্তিতে পড়তে হয়। আর এই কারনেই আমি আজকের এই পোস্টে আপনাদের এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করার কোড সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
এয়ারটেল মিনিট চেক কোড | Airtel minute check code
অন্যান্য অপারেটরের মতো এয়ারটেল ও তার ব্যাবহারকারীদের জন্য মিনিট চেক করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট কোড নির্ধারণ করে দিয়েছে। এবং এই নির্দিষ্ট কোডটি আপনার মোবাইলের ডায়ালার অপশন থেকে কলার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এয়ারটেল সিমে বর্তমানে কত মিনিট অবশিষ্ট আছে তা খুব সহজেই দেখতে পারবেন ।
এয়ারটেল এর মিনিট চেক করার কোড হল *778*0#, এয়ারটেলের গ্রাহক চাইলেই তার সম্প্রতি কেনা মিনিট প্যাকের বর্তমান ব্যালেন্স এই কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবে। তবে এয়ারটেলের এই *778*0#, কোড দিয়ে শুধুমাত্র রেগুলার মিনিট প্যাকেজ করা সম্ভব।
এয়ারটেল বোনাস মিনিট চেক করার কোড হল *778*5555#, এই কোডটি ব্যবহার করার মাধ্যমে আপনি যেকোনো ধরনের এয়ারটেল বোনাস মিনিট চেক করতে পারবেন। যেমন কোন বিশেষ অফার এর মাধ্যমে প্রাপ্ত মিনিট প্যাকেজ বা ইন্টারনেট প্যাকেজের সাথে প্রাপ্ত মিনিট।
বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত এয়ারটেল মিনিট চেক করার কোড সমূহ শুধুমাত্র বাংলাদেশের এয়ারটেল সিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
এয়ারটেল মিনিট দেখার পদ্ধতি | How to check Airtel minute
আমরা অনেক সময় এয়ারটেল মিনিট কিভাবে চেক করব তা নিয়ে সমস্যাটা কি। এতক্ষণ আমরা এয়ারটেল মিনিট চেক করার কোড সম্বন্ধে জানলাম। এবার আমরা জানার চেষ্টা করবো ঠিক কী কী পদক্ষেপ অনুসরণ করে কোড ডায়াল করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব সিমের মিনিট চেক করতে পারবেন ।
এয়ারটেল সিমের মিনিট চেক করতে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করুন:
- আপনার মোবাইলের ডায়ালার অপশনে যান
- এয়ারটেল মিনিট চেক কোড *778*0# বা *778*5555# লিখুন
- নির্দিষ্ট এয়ারটেল সিমের মাধ্যমে ডায়াল করুন
- সবশেষে নোটিফিকেশন চেক করুন
উপরোক্ত কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এয়ারটেল সিমের মিনিট চেক করতে পারবেন।
কিভাবে এয়ারটেল মিনিট চেক কোড সংগ্রহ করবেন | How to gate Airtel minute check code
আমরা অনেকেই আছি যারা নির্দিষ্ট অফারের জন্য নির্ধারিত এয়ারটেল মিনিট চেক কোড পেতে অনেক সময় অনেক সমস্যায় পড়ি। আবার অনেক সময় এমন হয়েছে রেগুলার প্যাকেজের মিনিট চেক করার কোড এর মাধ্যমে অফারের মিনিট চেক করা সম্ভব হয়না।
তবে আপনার যদি একটি ছোট ট্রিকস জানা থাকে তাহলে আপনি খুব সহজেই যেকোনো প্যাকেজের অবশিষ্ট মিনিট খুব সহজেই চেক করতে পারবেন ।
একটি নির্দিষ্ট প্যাকের জন্য নির্ধারিত এয়ারটেল মিনিট চেক কোড জানতে সে অফারটির অ্যাক্টিভেশন এসএমএস টি দেখতে পারেন। অর্থাৎ অফারটি ক্রয় করার সময় যে এসএমএসটি পেয়েছিলেন সেটা ঠিক করতে পারেন। সাধারণত এয়ারটেল কর্তৃপক্ষ কোন অফারের অ্যাক্টিভেশন মেসেজ এর মধ্যেই সেই অফার সংক্রান্ত সকল কোড সমূহ দিয়ে থাকে।
এয়ারটেল রেগুলার মিনিট চেক কোড | Airtel regular minute check code
এয়ারটেল রেগুলার মিনিট প্যাকেজ সমূহ চেক করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই এয়ারটেল রেগুলার মিনিট চেক কোড বলা হয়ে থাকে। *778*0# হল এয়ারটেল রেগুলার মিনিট চেক কোড ।
অ্যাড রেগুলার মিনিট প্যাকেজ হলো এমন ধরনের মিনিট প্যাকেজ যা কোন ধরনের অফার ছাড়াই আপনি যেকোন সময় ক্রয় করতে পারবেন । এবং এই প্যাকেজগুলো সকল ব্যবহারকারীর জন্য প্রায় একই হয়ে থাকে ।
এয়ারটেল বোনাস মিনিট চেক কোড | Airtel bonus minute check code
এয়ারটেল বোনাস মিনিট প্যাকেজ সমূহ চেক করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই এয়ারটেল রেগুলার মিনিট চেক কোড বলা হয়ে থাকে। *778*5555# হল এয়ারটেল বোনাস মিনিট চেক কোড ।
এয়ারটেল সিমে সাধারণভাবে মিনিট কেনা যায় । প্রথমত, রেগুলার প্যাকেজের মাধ্যমে এবং দ্বিতীয়ত, বোনাস অফার এর মাধ্যমে। এয়ারটেল সিমে *778*0# কোডটি ডায়াল করে রেগুলার মিনিট চেক করা গেলেও বোনাস অফারের মাধ্যমে প্রাপ্ত মিনিট চেক করতে হলে আপনাকে বিশেষ একটি কোড ডায়াল করতে হবে ।
এক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ডায়ালার অপশনে *778*5555# ডায়াল করে খুব সহজেই বিভিন্ন ধরনের এয়ারটেল বোনাস মিনিট চেক করতে পারবেন ।
সর্বশেষ ....
তো বন্ধুরা এই ছিল এয়ারটেল মিনিট চেক কোড বিডি এর ওপর সম্পূর্ণ আর্টিকেল । আশা করি আমি আপনাদের এয়ারটেল মিনিট চেক কোড এবং তা ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমে মিনিট চেক করবেন তা ভালোভাবে বোঝাতে পেরেছি।
এয়ারটেল সিমের মিনিট চেক করতে আপনার মোবাইল ডায়ালার অপশন থেকে *778*0# ডায়াল করুন এবং পরবর্তীতে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপনার সিমে অবশিষ্ট মিনিট জানিয়ে দেওয়া হবে।
বিভিন্ন সিমের অফার, ব্যালেন্স চেক কোড, নিয়ম কানুন সহ প্রযুক্তি বিষয়ক নানা তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ !