বাংলালিংক মিনিট চেক কোড | Banglalink minute check code 2022

বাংলালিংক মিনিট চেক কোড: বন্ধুরা! সবাই কেমন আছেন? আপনারা যারা বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড সম্বন্ধে জানতে আগ্রহী আজকের পোস্টটি তাদের জন্য। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বাংলালিংক  সিমের মিনিট চেক করার কোড এবং এটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করবেন তা জানাবো। 

আমাদের মধ্যে অনেকেই আছি যারা বাংলালিংক সিমের সাশ্রয়ী প্যাকেজগুলো কেনার  জন্য বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। এবং অনেকেই আছে যারা নিয়মিত বাংলালিংক সিমের বিভিন্ন ধরনের প্যাকেজ সমূহ কিনে থাকে যার মধ্যে মিনিট প্যাকেজ অন্যতম।  

আরে এ কারণেই মূলত আমাদের বাংলালিংক সিমের মিনিট চেক করতে হয়। তবে অনেক সময় বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড না জানার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর এ কারনেই আমি আজকের এই পোস্টে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। 

তাই আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করেন এবং বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড জানতে আগ্রহী তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। 

বাংলালিংক মিনিট চেক কোড | Banglalink USSD minute code

বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য একটি নির্ধারিত কোড রয়েছে। এবং এই কোডটি ব্যবহার করার মাধ্যমে বাংলালিংক সিমের ব্যবহারকারীগণ চাইলেই তাদের বাংলালিংক সিমের বর্তমান মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন। 

বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড হল: *121*100#

উপরোক্ত *121*100# বাংলালিংক মিনিট চেক করার কোড টি ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড অথবা বাটন মোবাইল থেকে আপনার বাংলালিংক সিমের সদ্য কেনা মিনিট প্যাক এর ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। 

বাংলালিংক মিনিট চেক কোড ব্যবহার করে মিনিট চেক করতে আপনার অ্যান্ড্রয়েড অথবা বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*100# এই কোডটি ডায়াল করতে হবে।

কোডটি সফলভাবে বাংলালিংক সিমের মাধ্যমে ডায়াল করলে নোটিফিকেশনের মাধ্যমে তৎক্ষণাৎ আপনাকে আপনার বাংলালিংক সিমে অবশিষ্ট মিনিট ব্যালেন্স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।  

বাংলালিংক মিনিট চেক কোড ব্যবহার করে মিনিট দেখার পদ্ধতি 

আমরা অনেক সময় বাংলালিংক কিভাবে মিনিট ব্যালেন্স  চেক করব তা নিয়ে সমস্যায় থাকি।  বন্ধুরা এতক্ষণ আমরা বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড *121*100# তেল সম্পর্কে জানলাম। 

এবার আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব কিভাবে আপনি এই কোডটি ব্যবহার করে আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করবেন তা জানানোর চেষ্টা করব।  বাড়ি

বাংলালিংক সিমের মিনিট চেক করতে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করুন:

  1. আপনার মোবাইলের ডায়ালার অপশনে যান 
  2. বাংলালিংক মিনিট চেক কোড *121*100# লিখুন 
  3. নির্দিষ্ট বাংলালিংক সিমের মাধ্যমে ডায়াল করুন 
  4. সবশেষে নোটিফিকেশন চেক করুন 

উপরোক্ত কয়েকটি সাধারণ ধাপ  অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন। 

বাংলালিংক সিমের মিনিট চেক কোড সংগ্রহ করার উপায় | How to collect Banglalink minute check code

বন্ধুরা যেহেতু আপনি এই পোস্টটি পড়েছেন সুতরাং আপনি ইতিমধ্যে জেনে গেছে যে কিভাবে আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করবেন। 

সাধারণত আপনি যখন আপনার বাংলালিংক সিমে কোন মিনিট প্যাকেজ কিনবেন তখন তার একত্রিত করার মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। 

কিন্তু আপনি যদি কোন বিশেষ অফারের মিনিট মিনিট প্যাকেজ কিনে থাকেন তাহলে এই কোডটি আপনার জন্য কাজ নাও করতে পারে । সেক্ষেত্রে আপনাকে সেই নির্দিষ্ট অফারের ব্যালেন্স চেক করার জন্য নির্দিষ্ট কোড সংগ্রহ করতে হবে। 

আর এই সকল প্যাকেজের ব্যালেন্স চেক করার কটি সংগ্রহ করার সহজ উপায় হল প্যাকেজটি কেনার সময় আপনাকে যে কনফার্মেশন মেসেজটি দেওয়া হয় চেক করা। 

সাধারণত কনফার্মেশন মেসেজ এর মধ্যে প্যাকেজের ব্যালেন্স চেক করা থেকে শুরু করে প্রায় সকল ধরনের তথ্য দেওয়া থাকে। 

বাংলালিংক সিমের অন্যান্য প্রয়োজনীয় কোড সমূহ | Banglalink sim codes

বন্ধুরা যদিও এটি একটি বাংলালিংক মিনিট চেক কোড সংক্রান্ত পোস্ট । তবে আমি আপনাদের বাংলালিংকের অন্যান্য করছো দিয়ে দিলাম। আশা করি পোস্টটি অংশটি আপনাদের উপকারে আসবে । 

  • প্রধান ব্যালেন্স কোড: *124#
  • ইন্টারনেট ব্যালেন্স কোড: *124*5# বা *222*3#
  • নম্বর চেক কোড: *511#
  • মিনিট ব্যালেন্স চেক কোড: *124*2#
  • এসএমএস ব্যালেন্স চেক কোড: *124*3#
  • বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর: 121 (ভয়েস কল)।

সর্বশেষ ...

তো বন্ধুরা এই ছিল বাংলালিংক মিনিট চেক কোড বিডি এর ওপর সম্পূর্ণ আর্টিকেল । আশা করি আমি আপনাদের বাংলালিংক মিনিট চেক কোড এবং তা ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাংলালিংক সিমে মিনিট চেক করবেন তা ভালোভাবে বোঝাতে পেরেছি। 

বাংলালিংক সিমের মিনিট চেক করতে আপনার মোবাইল ডায়ালার অপশন থেকে *121*100# ডায়াল করুন এবং পরবর্তীতে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপনার সিমে অবশিষ্ট মিনিট জানিয়ে দেওয়া হবে। 

বিভিন্ন সিমের অফার, ব্যালেন্স চেক কোড, নিয়ম কানুন সহ প্রযুক্তি বিষয়ক নানা তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।  ধন্যবাদ!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url