উপায় মোবাইল ব্যাংকিং কোড


আসসালামু আলাইকুম বন্ধুরা! আশা করি সবাই ভাল আছেন। আপনারা যারা নতুন মোবাইল ব্যাংকিং সিস্টেম উপায় ব্যাবহার করেন তাদের জন্যে আজকের এই পোস্ট টা খুবই উপকারী হতে চলেছে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে উপায় এর মোবাইল ব্যাংকিং কোড এবং এর ব্যাবহার নিয়ে আলোচনা করব। 

উপায় হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর মাদ্ধমে পরিচালিত নতুন একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। তবে এই মোবাইল ব্যাংকিং সিস্টেমটি তুলানামুলুক নতুন হলেও এর সুবিধা সমূহের কারণে বর্তমানে এটি জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। 

তবে যেহেতু উপায় তুলনামূলক একটি নতুন মোবাইল ব্যাংকিং সিস্টেম তাই এর ব্যবহারকারীদের মধ্যে নানান প্রশ্ন রয়েছে, যেমন উপায় এর মোবাইল কোড কত এবং এটি কিভাবে ব্যাবহার করতে হয় ইত্যাদি। 

উপায় মোবাইল ব্যাংকিং কোড। 

অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেম এর মতই উপায়েরও একটি ৫ সংখ্যার USSD কোড রয়েছে। এবং এই কোডটি ব্যাবহার করেই আপনি উপায় মোবাইল ব্যাংকিং এর সমস্ত সেবাগুলি ব্যাবহার করতে পারবেন। 

উপায় এর এই মোবাইল ব্যাংকিং কোডকে উপায় মেনু কোডও বলা হয়। আর উপায় এর মেনু কোডের সবচেয়ে বড় সুবিধা হল আপনি যেকোনো মাবাইল থেকেই উপায় মেনু কোড ব্যাবহার করতে পারবেন। 

অর্থাৎ আপনার কাছে একটি স্মার্টফোন না থাকলেও আপনি উপায় এর সকল সার্ভিস একটি বাটন মোবাইল থেকেই ব্যাবহার করতে পারবেন। 

উপায় মোবাইল ব্যাংকিং কোড হলঃ *268# 

 উপরে দেওয়া উপায় মোবাইল ব্যাংকিং কোডের মাধ্যমে আপনার উপায় অ্যাকাউন্ট এর সমস্ত তথ্য ও সেবা গ্রহণ করত পারবেন। যেমন উপায় অ্যাকাউন্ট এর ব্যালেন্স চেক করা, মোবাইল রিচারজ করা ইত্যাদি। 

উপায় মোবাইল মেনু কোড ব্যাবহার করে ব্যালেন্স চেক করার নিয়ম 

উপায় এর মোবাইল ব্যাংকিং কোড *২৬৮# ব্যাবহার করে আপনার উপায় অ্যাকাউন্ট এর ব্যালেন্স চেক করতে নিচে বর্ণিত ধাপগুলি অনুসরণ করুনঃ 

  • প্রথে আপনার মোবাইল এর ডায়েল অপশন থেকে *২৬৮# ডায়েল করুন। 
  • এবার ৭ নং অপশনটি সিলেক্ট করুন। ৭ নং অপশনটি সিলেক্ট করতে রিপ্লেতে ৭ লিখে সেন্ড করুন। 
  • তারপর ১ নং অপশন চেক ব্যালেন্স সিলেক্ট করুন। 
  • সবশেষে আপনার উপায় একাউন্টের পিন কোড দিন। 

আপনি যদি উপরোক্ত ধাপগুলি অনুসরণ করেন এবং আপনার উপায় পিন নম্বরটি সঠিকভাবে দেন তাহলে তৎক্ষণাৎ আপনাকে আপনার উপায় অ্যাকাউন্ট এর বর্তমান ব্যালেন্স দেখানো হবে। 

উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ 

যদিও এটি উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ সম্পর্কিত কোন পোস্ট না । তবে আপনাদের যাদের কাছে একটি স্মার্টফোন আছে তাদের জন্যে আজকের পোস্টের এই অংশটি খুবই উপকারে আসবে। 

উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যাবহার করে আপনি উপায় এর সকল সেবাই গ্রহণ করতে পারবেন। তবে উপায় অ্যাপ এর মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করা কোড ডায়েল করে গ্রহণ করার থেকে তুলনামূলক সহজ এবং সাবলীল। 

উপায় অ্যাপ ব্যাবহার করতে হলে অবশ্যই আপনাকে উপায় অ্যাপটি আপনার মোবাইল ফোন ইন্সটল করে নিতে হবে। উপায় অ্যাপ ইন্সটল করতে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যান এবং উপায় লিখে সার্চ দিন, এবং সবশেষে ইন্সটল বাটনে ক্লিক করে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন। 

এবার আপনার মোবাইল থেকে উপায় অ্যাপটি ওপেন করুন এবং আপনার উপায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন। লগইন করলেই আপনি প্রয়োজনীয় সকল অপশন আপনার স্ক্রীনে দেখতে পারবেন। 

উপায় হেল্পলাইন নম্বর কত 


আপনাই যদি উপায় এর কোন সেবা সম্পর্কে কোন সমস্যায় পরেন তাহলে উপায় এর হেল্পলাইন নম্বরে কথা বলার মাধ্যমে খুব সহজেই আপনার সমস্যাগুলির সমাধান পেতে পারেন। 

উপায় হেল্পলাইন নম্বরঃ ১৬২৬৮ 

উপরোক্ত নম্বরটি ব্যাবহার করে আপনি দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন যে কোন সময়েই উপায় এর কাস্টমার সার্ভিস ম্যানেজের এর সাথে কথা বলে উপয় সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান পেতে পারেন। 

শেষ কথা 

আজকের এই পোস্টে আমি উপায় এর মোবাইল ব্যাংকিং কোড *২৬৮# এবং এর ব্যাবহার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি।  এছাড়াও উপায় এর মেনু কোড ব্যাবহার করে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তাও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। 

মোট কথা হল উপায় মোবাইল ব্যাংকিং এর যে কোন সেবা গ্রহণ করতে হলে আপনার মোবাইল থেকে *২৬৮# ডায়েল করুন এবং আপনার প্রয়োজনীয় সেবাটি তার সাথে সম্পৃক্ত নম্বরের মাদ্ধমে নির্বাচন করুন।

ধন্যবাদ পোস্টটি পরার জন্যে, এবং ভাল লাগলে পোস্টটি শেয়ার করতে পারেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url