আসল নোকিয়া চেনার উপায় | আসল এবং নকল নোকিয়া মোবাইল এর পার্থক্য


আসল নোকিয়া চেনার উপায়: বর্তমানে বাজারে আসংখ নকল নোকিয়া মোবাইল পাওয়া যায় এবং কিছু অস্বাদু ব্যবসায়ীরা এই সকল নকল নোকিয়া মোবাইল আসল বলে বিক্রি করছে। সুতরাং আপনি যদি না জানেন যে কীভাবে একটি আসল নোকিয়া চেনা যায়, তাহলে সহজেই প্রতারিত হতে পারেন। 

এমন একটা সময় ছিল যে মানুষজন মোবাইল বলতে শুধু নোকিয়া মোবাইলকেই বুঝত। আর বুঝবেই বা না  কেন? কারণ নোকিয়া মোবাইল এর মত দীর্ঘস্থায়ী এবং পরিষ্কার কথাবলার অভিজ্ঞতা আর অন্য মোবাইল দিতে সক্ষম ছিল না।  আমি তো এমন অনেককে চিনি যে সেই আগের পুরাতন নোকিয়া মোবাইল এখনো ব্যবহার করছে। 

আর নোকিয়া মোবাইল এর জনপ্রিয়তাকে পুঁজি করেই অনেক অসাধু বাবসায়ীরা বাজারে অহরহ নকল নোকিয়া মোবাইল বিক্রি করছে । আর আমরাও আসল নোকিয়া চেনার উপায় না জানার কারণে এই নকল মোবাইলগুলো কিনে প্রতারিত হচ্ছি। এমনকি অন্যকেই আছে যারা একেবারে আসল নোকিয়া মোবাইলের দামেই আপনার কাছে নকল নোকিয়া মোবাইল বিক্রি করবে এবং বলবে যে এইটা আসল নোকিয়া মোবাইল। 

আসল নোকিয়া ফোন চেনা জরুরি কেন? 

একটা আসল নোকিয়া মোবাইল চেনা খুবই জরুরি কেননা কেও চাইবেনা যে সে কষ্ট করে একটা শখের মোবাইল কিনল এবং কয়েকদিন পর জানতে পারল যে তার মোবাইল ফোনটি একটি নকল নোকিয়া মোবাইল ফোন। 

আর একটি আসল নোকিয়া মোবাইল যেমন টেকসই এবং ব্যবহারে সুবিধাজনক তা একটা নকল নোকিয়া মোবাইল থেকে কোনভাবেই আশা করা যায় না। এবং বর্তমানে বাজারে যে পরিমাণে নকল নোকিয়া মোবাইল পাওয়া যাচ্ছে যে আসল নোকিয়া মোবাইল চেনার উপায় জানা না থাকলে আপনি নির্ঘাত ঠোকে যাবেন। 

নোকিয়া আসল এবং নকল মোবাইল চেনার উপায় 

সাধারণত নোকিয়ার আসল এবং নকল মোবাইলগুলোর মধ্যে তেমন কোন পার্থক্য পরিলিখিত হয়না। আর আপনি যদি এর আগে কখনো আসল নোকিয়া মোবাইল ব্যবহার না করে থাকেন তাহলে তো কোনভাবেই বুঝতে পারবেন না যে কোনটা আসল নোকিয়া ফোন। তবে কিছু বিশেষ পদ্ধতি আছে যেগুলো অনুসরণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনটি আসল নোকিয়া আর কোনটি নকল নোকিয়া ফোন।

IMEI নাম্বারের  মাধ্যমে আসল নোকিয়া মোবাইল চেনা 

IMEI হল (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) । IMEI নাম্বারের মাধ্যমে আপনি যেকোনো মোবাইল এর সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। আপনি যদি মোবাইল এর ব্যাকপারট খুলতে পারেন তাহলে সহজেই সেই মোবাইলটার IMEI নাম্বার দেখতে পারবেন।

 অথবা আপনি যেই মোবাইল টা চেক করতে চান সেটার ডায়েল প্যাডে *#০৬# চাপলেই ১৫ সংখ্যার একটা IMEI নম্বার দেখতে পারবেন। 

এবার এই IMEI নাম্বার টি একটি খাতায় লিখে নিন এবং IMEI নম্বরের ৭ এবং ৮ নং অনুক্রমের নম্বরটি আলাদাভাবে লিখুন। এখন এই ৭ এবং ৮ নং অনুক্রমের উভয় সংখ্যাটি যদি ০ হয় তাহলে নিশ্চিত হতে পারেন যে এইটা একটি আসল নোকিয়া ফোন। 

এছাড়াও বিভিন্ন দেশের নোকিয়া মোবাইল বাজারে পাওয়া যায় যা আপনি এই ৭ এবং ৮ নং অনুক্রমের সংখ্যা দেখে বুঝতে পারবেন। নিম্নে সংখ্যাগুলো এবং এর সাথে সম্পর্কিত দেশগুলোর তালিকা দেওয়া হলঃ 

কোডউৎপাদনকারী দেশ
১০, ৭০, ৯১,বা ০১, ০৭, ১৯ফিনল্যান্ডের
৩০ বা ০৩কোরিয়া
০২ বা ২০আরব আমিরাতের বা জার্মানির
৪০ বা ০৪চায়নার
৫০ বা ০৫ব্রাজিল বা UK
৬০ বা ০৬হংকং

উপরোক্ত তালিকা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি কোন দেশের। এছাড়াও একটি নকল নোকিয়া মোবাইলের IMEI নাম্বার ক্রমশ পরিবর্তন হতে পারে। এবং এটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে নকল নোকিয়া মোবাইল। 

কিন্তু, অনেক সময় দেখা যায় যে শুধু IMEI নম্বরের মাধ্যমে অরিজিনাল নোকিয়া মোবাইল শনাক্ত করা সম্ভব হয়ে না। তাই আমি বিকল্প পদ্ধতিগুলোও নিচে দিয়ে দিলাম। 

বিল্ড কোয়ালিটি দেখে আসল নোকিয়া চেনার উপায়

সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে নকল নোকিয়া মোবাইল কেন তৈরি করা হয় । নকল নোকিয়া মোবাইল তৈরির মুল উদ্দেশ হল নোকিয়া মোবাইলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিম্নমানের মোবাইল ভোক্তাদের কাছে বিক্রি করা। সুতরাং নকল নোকিয়া মোবাইলের বিল্ড কোয়ালিটি কোনভাবেই আসল নোকিয়া মোবাইলর মত হবে না। 

আপনি যদি একটি আসল নোকিয়া মোবাইল এবং নকল  মোবাইল হাতে নেন তাহলে এমনিতেই বুঝে যাবার কথা কোনটা আসল এবং কোনটা নকল। সাধারণত আসল নোকিয়া মোবাইলে এর ফিনিশিং ভাল হয় এবং ওজন একটু বেশি হয়। কিন্তু নকল মোবাইলের তুলনায় আসল মোবাইল আকারে একটু ছোট হয়ে থাকে। 

ইউ আই দেখে আসল নোকিয়া চেনার উপায়

যদিও হোমস্ক্রীন এবং লঞ্চার দেখে বোঝার উপায় নেই যে কোনটা আসল এবং কোনটা নকল নোকিয়া মোবাইল। তবে আপনি যদি চাইনিজ বাটন মোবাইল কখনো ব্যবহার করে থাকেন তাহলে নকল নোকিয়া মোবাইল ব্যবহার করতে গেলে অনেক সময় সেই চাইনিজ ফোনগুলোর ছোট ছোট ইউ আই কম্পোনেন্টগুলো সেখতে পাবেন। 

এই সকল ছোট ছোট ইউ আই কম্পোনেন্টগুলো কিছুক্ষণ ব্যবহারের পরেই দেখা যায়। তাই যদি সম্ভব হয় তবে মোবাইল কেনার সময় একটু ব্যবহার করে দেখে নিবেন। 

প্যাকেজিং দেখে আসল নোকিয়া চেনা উপায়

একেবারে বিল্ড কোয়ালিটির মতই, নকল নোকিয়া মোবাইলের পাচকেজিংও আসল মোবাইলের প্যাকেজিংয়ের তুলনায় কিছুটা ফ্যাকাসে দেখাবে। এবং নিম্নমানের পণ্য সামগ্রী দিয়ে তৈরি করা হবে। 

এছাড়াও আসল নোকিয়া মোবাইল এর এক্সেরসিরিজ গুলো বক্সের ভিতর আলাদা আলাদা পলিব্যাগে দেওয়া থাকবে। যেমন ব্যাটারি থেকে শুরু করে চার্জিং কেবল আলাদা ব্যাগে থাকবে। কিন্তু নকল নোকিয়া মোবাইলের প্যাকেটে সাধারণত সবকিছু একসাথে থাকে। 

শেষ কথা 

তো মোট কথা হল, আমার পোস্টে বলা কথাগুলো এবং একটু সতর্কতা এবং একটু উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি সহজেই একটি আসল নোকিয়া মোবাইল চিন্তে পারবেন। তবে এই প্রসেস গুলো ফলো করতে গিয়ে যদি আপনাকে কেও খুত খুতে বলে তাহলে কিছু মনে করবেন না। 

কারণ দিন শেষে আপনার টাকাই পানিতে পরবে। আর মোবাইল ফোন আমরা একদিনের জন্যে কিনি না। তাই সতর্ক থাকবেন এবং অন্যকে ঠকানো হতে বিরত থাকবেন। 

পোস্ট টি পরার জন্যে ধন্যবাদ। আর ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url