বাংলাদেশে নোকিয়া বাটন ফোনর দাম কত


আপনি যদি একটি বাটন নোকিয়া ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যে অনেক উপকারে আসতে চলেছে। আজকের এই পোস্টে আমি আপনাদের বাংলাদেশে নোকিয়া বাটন ফোনর দাম এবং এর বিস্তারিত বৈশিষ্ট্য সম্পর্কে জানানোর চেষ্টা করব।

আপনি হয়ত বাংলাদেশে এমন কাওকে পাবেন না যে নোকিয়া মোবাইল চেনে না। আর এর পিছনেও কারণ আছে আর তা হল ব্যাংলাদেশের মোবাইল ফোন ব্যাবহারে শুরুর দিকে নোকিয়া ফোনগুলো খুবই প্রচলিত ছিল।  

কিন্তু, মাঝখানে কিছু সময় নকিয়া মোবাইল প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু বছর থেকে নোকিয়ার বাটন মোবাইল বাংলাদেশি ব্যাবহারকারিদের মধ্যে আবারও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। 

২০২২ সালে বংলাদেশে নোকিয়া মোবাইলের দাম 

বর্তমানে বাংলাদেশের  বিভিন্ন মডেলের নোকিয়া বাটন মোবাইল কিনতে পাওয়া যাচ্ছে এবং  বৈশিষ্ট্য ভেদে এদের দামও ভিন্ন ভিন্ন। বর্তমানে আমদের দেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি নোকিয়া বাটন মোবাইল এর দাম এবং এদের  বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। 

নোকিয়া ৬৩১০ বাটন মোবাইলের দাম 


২০২১ সালে বাজারে আসা নোকিয়া ৬৩১০ এই মোবাইলটি বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয়। এই মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২১ সালের জুলাই মাসের দিকে বাজারে আসে এবং নোকিয়া কর্তৃপক্ষ এটি সে বছরেরই নভেম্বর মাস নাগাদ হালনাগাদ করে। 

নোকিয়ার এই বাটন মোবাইলটিতে আপনি ২.৮ ইঞ্চি এর একটা TFT প্যানেল ডিসপ্লে পাবেন এবং সেই সাথে এই ফোনটিতে থাকছে ১১৫০ মিলি আয়ম্পিয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং ক্যামেরা সেকশনে এই মোবাইলে পাচ্ছেন 0.2 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। 

এছাড়াও এ মোবাইলটিতে সফটওয়্যার ইন্সটল করার জন্য 4MB RAM এবং 16 MB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন।  নিচে নকিয়া 6310 মোবাইল এর দাম এবং স্পেসিফিকেশন দেওয়া হল। 

নকিয়া 6310 মোবাইলের বিস্তারিতঃ 

  • বাজার মূল্য: 5,499 টাকা
  • ডিসপ্লে আকার: 2.8 ইঞ্চি
  • ডিসপ্লের ধরন: TFT
  • ডিসপ্লে রেজোলিউশন: 240x320
  • ক্যামেরা: 0.2 মেগাপিক্সেল
  • ক্যামেরা বৈশিষ্ট্য: LED ফ্ল্যাশ
  • র্যাম: 8 MB
  • ইন্টারনাল স্টোরেজ: 16 এমবি
  • নেটওয়ার্ক: 2G
  • ব্লুটুথ: 5.0
  • ব্যাটারি: 1050 mAh
  • ফোনের রঙ: হলুদ, কালো, গাঢ় সবুজ

নকিয়া 105 আফ্রিকা এডিশন বাটন মোবাইলের দাম 


আমাদের লিস্টে থাকা দ্বিতীয় মোবাইলটি হচ্ছে নকিয়া 105 আফ্রিকা এডিশন। এই মোবাইলটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রিলিজ করেছে। নকিয়ার এই ফোনটি সর্বপ্রথম 2019 সালে বাজারে এসেছিল পরবর্তী নকিয়া 105 4g,  এবং 2022 সালের সংস্করণটি বাজারে আসে। 

এই ফোনটিতে আপনি 1.8 ইঞ্চি ডিসপ্লে পাবেন।  তবে, ফোনটিতে কোন ক্যামেরায় থাকছে না। অর্থাৎ, আপনি চাইলেও ফোনের মাধ্যমে কোন ছবি তুলতে পারবেন না।  এই ফোনটিতে থাকছে 4 MB র্যাম এবং একটি 800 মিলি এম্পিয়ার এর ব্যাটারি। 

নোকিয়া 105 আফ্রিকা এডিশন মোবাইলের বিস্তারিতঃ 

  • বাজার মূল্য: 1,800 টাকা
  • ডিসপ্লে আকার: 1.8 ইঞ্চি
  • ক্যামেরা: না।
  • র্যাম: 4 MB
  • মেমরি কার্ড: 64 জিবি পর্যন্ত
  • ইউএসবি 2.0
  • ব্যাটারি: 800 mAh
  • ফোনের রঙ: নীল এবং চারকোল 

নোকিয়া 110 4G বাটন মোবাইলের দাম


নোকিয়া 110 ফোরজি মোবাইলটি সর্বপ্রথম বাংলাদেশের বাজারে এসেছিল গত বছরের 15 জুলাই। অর্থাৎ, 2021 সালের 15 জুলাই মাসে। আর এই মোবাইলটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই মোবাইলটি একটি বাটন মোবাইল হলেও এতে থাকছে 4G নেটওয়ার্ক সুবিধা।

মোবাইলটিতে পাচ্ছেন 128mb র্যাম যেটা খুবই ভালো একটা বিষয়। এই মোবাইলের পিছনে থাকছে একটি 0.2 মেগা পিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে থাকছে 1080 মিলি এম্পিয়ার এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। 

নকিয়া 110 ফোরজি মোবাইল এর বিস্তারিত তথ্যঃ 

  • বাজার মূল্য: 3,699 টাকা
  • ডিসপ্লে: 1.6 ইঞ্চি
  • ক্যামেরা: 0.2 মেগাপিক্সেল
  • র্যাম: 128 MB
  • স্টোরেজ: 48 এমবি
  • নেটওয়ার্ক: 4G
  • ব্যাটারি: 1080 mAh

নোকিয়া 2720 ভি ফ্লিপ মোবাইলের দাম 

নোকিয়ার এই মোবাইল ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল 2021 সালের 25 মে।  এবং তখন থেকেই বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে এই মোবাইলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর পিছনে একটি কারন আছে তা হচ্ছে এই মোবাইলটি একাধারে টাচ এবং কিবোর্ড দুইটার মাধ্যমেই ব্যবহার করা যায়। 

এই মোবাইলটিতে থাকছে 512MB র্যাম যা নতুন নতুন সফটওয়্যার ইন্সটল করার জন্য খুবই দরকারি। আর বলাই বাহুল্য যে এই মোবাইলটি Kai নামক অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ, আপনি চাইলে অ্যান্ড্রয়েডের মত নির্দিষ্ট একটি সফটওয়্যার সেন্টার থেকে আপনার পছন্দমত সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। 

এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 205 চিপসেট যেটা খুবই ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। মোবাইলের ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 2.8 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 1.6 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। 

এই মোবাইলটিতে আপনি Kai OS সফটওয়্যার সেন্টার থেকে ফেসবুক এবং ইউটিউব এর মত সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।

নকিয়া 2620 মোবাইল এর বিস্তারিত তথ্যঃ 

  • বাজার মূল্য: 6,000 টাকা
  • প্রাথমিক ডিসপ্লে: 2.8 ইঞ্চি
  • সেকেন্ডারি ডিসপ্লে: 1.8 ইঞ্চি
  • নেটওয়ার্ক: 4G
  • ক্যামেরা: 2 মেগাপিক্সেল
  • র্যাম: 512 MB
  • ইন্টার্নাল স্টোরেজ: 4 জিবি
  • অপারেটিং সিস্টেম: কাই
  • ফোন ওজন: 116 গ্রাম
  • প্রসেসর: Qualcomm MSM8905 Snapdragon 205 (28 nm)
  • গ্রাফিক্স প্রসেসর: Adreno 304
  • ব্যাটারি: 1500 mAh 

নকিয়া 6300 4g মোবাইলের দাম 


নকিয়া 6300 4g মোবাইলটি বর্তমান বাংলাদেশের বাজারে মাত্র 5,299 টাকায় পাওয়া যাচ্ছে। এবং আগেরটার মতই এই মোবাইলটিতেও থাকছে Kai OS। অর্থাৎ, এই মোবাইলটিতে আপনি চাইলে ফেসবুক এবং ইউটিউব এর মত সফটওয়্যার ইন্সটল এবং ব্যবহার করতে পারবেন। 

মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চি TFT এলসিডি ডিসপ্লে। এই মোবাইল এর ক্যামেরা সেকশনে থাকছে 0.3 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। 

মোবাইলটির পারফরম্যান্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে থাকছে 512mb র্যাম এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 210 চিপসেট।  যা তুলনামূলক অনেকটাই ফাস্ট পারফরম্যান্স করতে সক্ষম। 

নকিয়া 6300 4g মোবাইল এর বিস্তারিত তথ্যঃ 

  • বাজার মূল্য: মাত্র 5,299 টাকা
  • ডিসপ্লে আকার: 2.4 ইঞ্চি
  • রেজোলিউশন: 240 x 320 পিক্সেল
  • ক্যামেরা: 0.3 মেগাপিক্সেল
  • র্যাম: 512 MB
  • ইন্টার্নাল স্টোরেজ: 4 জিবি
  • প্রসেসর: Qualcomm MSM8909 Snapdragon 210 (28 nm)
  • অপারেটিং সিস্টেম: Kai
  • ব্যাটারি: 1500 mAh 

উপসংহার

তো বন্ধুরা এই ছিল নোকিয়া বাটন মোবাইলের দাম এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের পোস্ট।  আমি আজকের এই পোস্টে বর্তমানে বাংলাদেশে সর্বাধিক প্রচলিত এবং বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন কিছু নোকিয়া বাটন মোবাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি । 

আশা করি উপরোক্ত আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন।  আপনার যদি মোবাইল কিংবা অন্য কোন প্রযুক্তি বিষয়ে সম্পর্কে নতুন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুন এবং আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url