এসইও টাইটেল কি? টাইটেল ট্যাগ এর সঠিক ব্যবহার
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন আমি মেহেদী হাসান একজন এসইও এক্সপোর্ট। আজকের পোস্টে আমি আপনাদের সাথে অনপেজ এসইও একটি গুরুত্বপূর্ণ বিষয় এসইও টাইটেল নিয়ে আলোচনা করব।
আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল থেকে অর্গানিক ট্রাফিক পেতে চান তাহলে অনপেজ এসইও এর ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে।আর এই অন পেজ এসইও-এর সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও টাইটেল।
এসইও টাইটেলকে টাইটেল ট্যাগ ও বলা হয়। এবং এই টাইটেল ট্যাগ এর মধ্যে থাকা কনটেন্টই মূলত ব্যবহারকারীর ব্রাউজারের ট্যাবের টাইটেল হিসেবে ব্যবহার করা হয় আবার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার পেজের হেডিং হিসেবেও ব্যবহার করা হয়।
সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনতে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে (CTR) বৃদ্ধি করতে কতটা ভূমিকা পালন করে । আর আজকের এই পোস্টের আমরা মূলত এসইও টাইটেল কি এবং কিভাবে আপনি একটি সুসংগঠিত এবং সঠিক উপায়ে এসইও টাইটেল লিখতে পারবেন তা নিয়ে আলোচনা করব।
এসইও টাইটেল কি?
টাইটেল ট্যাগ হল প্রথম HTML এলিমেন্ট যার নির্দিষ্ট করে আপনার ওয়েব পেজটি কি বিষয়ে তথ্য বহন করে। টাইটেল ট্যাগ SEO এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ সেগুলি সার্চ ইঞ্জিন ফলাফল পৃষ্ঠায় (SERP) এবং ব্রাউজার ট্যাবে প্রদর্শিত হয়৷
অনেকেই টাইটেল ট্যাগ বলতে পোস্টেড হেডিং মনে করতে পারেন। তাদের পেছনে একটা কারণ আছে কেননা আপনি যখন পোস্ট এর হেডিং লিখেন ঠিক তৎক্ষণাৎ আপনার পোস্টের হেডিং থেকেই কনটেন্ট নিয়ে পেজের টাইটেল তৈরি করা হয়। এবং এই টাইটেল ট্যাগ কেই মূলত এসইও টাইটেল বলা হয়।
টাইটেল ট্যাগ চেক করার উপায়
আপনার পেজের টাইটেল ট্যাগ চেক করা খুবই সহজ একটি কাজ। আপনি চাইলে খুব সহজেই আপনার পেজে সোর্সকোড থেকে টাইটেল ট্রাক দেখতে পারবেন। সোর্সকোড থেকে টাইটেল ট্যাগ দেখতে আপনার পেজটিতে ভিজিট করে একটি ফাঁকা জায়গায় কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স অপশনটি সিলেক্ট করুন।
এরপর আপনার পেজের সোর্সকোড একটি নতুন ট্যাবে ওপেন হলে সেখানে গিয়ে হেড ট্যাগ এর মধ্যে টাইটেল নামক একটি দেখতে পারবেন। মূলত এই ত্যাগের মধ্যে থাকা লেখাগুলি আপনার এসইও টাইটেল হিসেবে কাজ করে।
এছাড়াও আপনার ওয়েবসাইটে ভিজিট করলে ব্রাউজারে ট্যাবে যে লেখাগুলো দেখতে পান মূলত এটা আপনার পেজের টাইটেল। আবার আপনার পেজটি যদি গুগলে ইনডেক্স থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার পেজের টাইটেল গুগল সার্চ রেজাল্ট পেজ এ দেখতে পারবেন।
যেভাবে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ লিখবেন
যেহেতু টাইটেল ট্যাগ অনপেজ এসইও তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই আমাদের সতর্কতার সাথে এবং তথ্যবহুল টাইটেল ট্যাগ লেখা উচিত।
টাইটেল লেখার সময় যে সকল বিষয় লক্ষ্য রাখা উচিত :
- সম্ভব হলে আপনার পোস্টের টাইটেল 60 অক্ষরের নিচে রাখুন। এতে করে সার্চ ইঞ্জিন পেজে আপনার পোস্ট টাইটেলে এলিপসিস "..." আসবেনা।
- আপনার বিষয়বস্তু কী তা নির্দেশ করে এমন শব্দ যোগ করুন, যেমন “কীভাবে করবেন,” “পর্যালোচনা,” “সেরা,” “টিপস,” “শীর্ষ,” “খুঁজুন” বা “কিনুন”
- লং-টেইল কীওয়ার্ড বা 4+ শব্দ সহ কীওয়ার্ড ব্যবহার করুন, যেমন "মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্য " বা "কিভাবে একটি ওয়েবসাইট মোবাইল-ফ্রেন্ডলি করা যায়"
- এসইও টাইটেলে সংখ্যা যোগ করুন, যেমন "9 HTML ট্যাগ যা এসইওকে উন্নত করবে"
- আপনার প্রধান টার্গেটেড কীওয়ার্ড দিয়ে আপনার টাইটেল লেখা শুরু করুন
- প্রতিটি পেজের জন্য একটি ইউনিক টাইটেল দেওয়ার চেষ্টা করুন
- টাইটেলে কিওয়ার্ড স্টাফিং হতে বিরত থাকুন
- টাইটেল লেখার সময় একই কথা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে লেখা থেকে বিরত থাকুন
একটি এসইও টাইটেল এ কি কি থাকা উচিত ?
একটি এসইও টাইটেলে সাধারণত আপনার ফোকাস কিওয়ার্ড এবং আপনার পোষ্টটি কি বিষয়ে বর্ণনা করছে তার সংক্ষিপ্ত একটি নির্দেশনা থাকা জরুরি । এছাড়াও আরো কিছু বিষয় আছে যেমন আপনার টাইটেলে অবশ্যই শক্তিশালী এবং সাবলীল শব্দ থাকতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে আপনার পেজের এসইও টাইটেলে সংখ্যা যুক্ত করার চেষ্টা করবেন ।
সব সময় চেষ্টা করবেন ব্যবহারকারীর কি বিষয়ে জানতে চাচ্ছে এবং তার আগ্রহ অনুযায়ী এমনভাবে টাইটেল লেখার চেষ্টা করবেন যেন টাইটেল করার মাধ্যমে সে আশ্বস্ত হয় যে আপনার ওয়েবসাইটে ভিজিট করলে সে তার কাঙ্ক্ষিত তথ্যটি পাবে।
পোস্ট হেডিং এবং এসইও টাইটেল কি একই?
টাইটেল ট্যাগ এবং পোস্ট এর হেডিং এর মধ্যে বিস্তর পার্থক্য আছে। এবং আপনি চাইলেই পোস্টে হেডিংয়ে এবং টাইটেল ট্যাগ-এ আলাদা আলাদা কনটেন্ট ব্যবহার করতে পারবেন।
ব্লগারদের জন্য এই সুবিধাটা নাই তবে আপনি যদি একজন ওয়াডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন এবং একটি প্লাগিন এসইও ব্যবহার করে থাকেন তাহলে আপনার পোস্ট এর অন পেজ অপটিমাইজেশন সেকশনে এসইও টাইটেল নামে একটি ইনপুট ফিল্ড দেখতে পাবেন যেখানে আপনি চাইলেই কাস্টম ভাবে এবং হেডিং থেকে সম্পূর্ণ ভিন্ন বাক্য ব্যবহার করে টাইটেল সেট করতে পারবেন।
এসইও টাইটেল এবং মেটা টাইটেল কি একই?
টাইটেল ট্যাগ হলো এমন এক ধরনের এইচটিএমএল এলিমেন্ট যার মাধ্যমে একটি এইচটিএমএল পেজের শিরোনাম বর্ণনা করা হয়ে থাকে। এবং এই টাইটেল ট্যাগ এসইও তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই টাইটেল ট্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয় যেমন এসইও টাইটেল , টাইটেল ট্যাগ , মেটা টাইটেল ইত্যাদি।
কিভাবে এসইও টাইটেল লিখবেন?
সাধারণত ব্লগার এবং ওয়ার্ডপ্রেসে আপনি যখন আপনার পোস্টের মেইন হেডিং লিখেন তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার পেজের জন্য টাইটেল তৈরি হয়ে যায়। তবে আপনি যদি চান যে আপনার পেজের হেডিং এবং টাইটেল আলাদাভাবে লিখবেন তাহলে সেটিও করতে পারেন।
সাধারণত ব্লগারে এসইও টাইটেল আলাদাভাবে লেখার কোন উপায় নেই তবে আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এসইও প্লাগিন এর মাধ্যমে চাইলেই আপনার ওয়েবসাইটের কাস্টম টাইটেল লিখতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে আপনার পোস্ট এডিটরের এসইও সেকশনে যে এসইও টাইটেল নামক অপশনটি এডিট করতে হবে। এবং এখানে থাকা গ্লোবাল ট্যাগ গুলো রিমুভ করে আপনার পছন্দমত টাইটেল লিখতে হবে।
শেষ কথা
তো বন্ধুরা এই ছিল এসইও টাইটেল নিয়ে একটি বিস্তারিত আলোচনা । আশাকরি আপনার ওয়েবসাইটের এসইও টাইটেল অপটিমাইজেশনে আর কোন সমস্যার সম্মুখীন হবেন না।
সব সময় ব্যবহারকারীদের চাহিদা বোঝার চেষ্টা করবেন এবং তা পরিপূর্ণ করার জন্য মানসম্মত কনটেন্ট তৈরি করার। এবং আপনার কনটেন্ট সম্বন্ধে সম্যক ধারণা দিতে পারে এ ধরনের টাইটেল লেখার ।
অনপেজ এসইও সহ প্রযুক্তির অন্য কোন বিষয় যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন । পরিশেষে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ এবং পোস্টটি আপনার কাছে তথ্য বহুল মনে হলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন।