যেভাবে মোবাইল দিয়ে ছবির রেজুলেশন বৃদ্ধি করবেন


ছবির রেজুলেশন বৃদ্ধিঃ একটি ছবির মান তার রেজুলেশনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। আপনার তোলা ছবিটি রেজুলেশন যদি অনেক বেশি হয় তাহলে ধরে নিতে হবে যে সেই ছবিটি খুবই উচ্চ মানের। তবে এটির রেজুলেশন যদি কম হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে তার মান খুব একটা ভালো না। 

সাধারণত ছবির রেজুলেশন কমানো সহজ হয়ে থাকলেও এটি বৃদ্ধি করা খুবই কৌশলগত একটি কাজ। তবে চিন্তার কোন কারন নেই, আজকের এই পোস্টে আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাপ ব্যবহার করে আপনার এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনার ছবির রেজুলেশন বৃদ্ধি করবেন। 

কেন ছবির রেজুলেশন বৃদ্ধির প্রয়োজন হয়?

বর্তমান সময়ে আমরা যে সকল মোবাইল ব্যবহার করি তা দিয়ে ছবি উঠালে সাধারণত খুবই উচ্চ রেজুলেশনের ছবি ওঠে।  এবং এগুলোর গুণগত মান বেশ ভালো হয়।  এক্ষেত্রে ছবি রিলেশন বৃদ্ধি করার কোন প্রয়োজন পড়ে না। 

তবে অনেক সময় আমরা আমাদের ছবির মেইন কপিটি হারিয়ে ফেলি।  যেমন,  ধরুন আপনি একটি ছবি উঠিয়েছিলেন এবং সেটি আপনার খুবই পছন্দের।  কিন্তু সেই ছবিটি দূর্ঘটনাবশত আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। 

কিন্তু সেই একই ছবিটি আপনার ফেসবুকের টাইমলাইনে আছে। এবং সেটি ডাউনলোড করে দেখলেন যে ছবিটি রেজুলেশন খুবই কম। এক্ষেত্রে এসকল ছবির রেজুলেশন বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। 

মোবাইল দিয়ে ছবির রেজুলেশন বাড়ানোর উপায়

আপনি যদি একজন ডেক্সটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার কাছে বিভিন্ন উপায় আছে একটি ছবির রেজুলেশন বৃদ্ধি করার। তবে যেহেতু আমরা মোবাইল ফোন ব্যবহার করে আমাদের ছবির রেজুলেশন বৃদ্ধি করব।  তাই আমাদের অবশ্যই একটি third-party অ্যাপ ব্যবহার করতে হবে। 

আজকের এই পোস্টে আমি আপনাদের Remini - AI Photo Enhancer নামক একটি অ্যাপ ব্যবহার করে ছবির রেজুলেশন বৃদ্ধি করা শেখাবো।  আপনারা চাইলে এই অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। 

এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ।  গুগল প্লে স্টোরে অ্যাপটির 2 মিলিয়নের বেশি রেটিং এবং 100 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।  সুতরাং অ্যাপটির ব্যাপারে আর বেশি কিছু বলার নেই আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। 

মোবাইলের মাধ্যমে আপনার ছবি রেজুলেশন বৃদ্ধি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

ধাপ-১ঃ প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যান এবং Remini - AI Photo Enhancer লিখে সার্চ দিয়ে এপ্লিকেশনটি ইন্সটল করুন। 


ধাপ-২ঃ তারপর Get started লেখা লাল বাটনে ক্লিক করুন এবং উপরে ডানে কর্নারে থাকা Skip লেখাটিতে ক্লিক করুন। 


ধাপ-৩ঃ এবার Enhance লেখা আইকনটিতে ক্লিক করুন এবং এনহান্সের ডেসক্রিপশন থেকেই use it  লেখা বাটনে ক্লিক করুন। 



ধাপ-৪ঃ আপনার কাছ থেকে স্টোরেজ পারমিশন চাইলে তা এলাও করে দিন, এবং আপনি যে ছবিটির  রেজুলেশন বৃদ্ধি করতে চান সেটি সিলেক্ট করুন। 

ধাপ-৫ঃ এবার আপনার ছবির নিচে থাকা গোলাপি টিক চিহ্ন বাটনটিতে ক্লিক করুন। 

গোলাপি টিক চিহ্ন বাটনটিতে ক্লিক করলেই আপনাকে একটি অ্যাড দেখানো হবে এবং আপনার ছবিটিকে প্রসেস করা হবে । 

 


ধাপ-৬ঃ সবশেষে উপরে ডানদিকে কোনায় থাকা ডাউনলোড আইকনে ক্লিক করার মাধ্যমে আপনার ছবিটি গ্যালারিতে সেভ করুন। 

বন্ধুরা উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার একটি লো-রেজুলেশন ছবিকে হাই-রেজুলেশন করতে পারবেন।  তবে একটা জিনিস মনে রাখবেন,  যে এই সফটওয়্যারগুলো একটি নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ছবির রেজুলেশন বৃদ্ধি করে থাকে। 

সুতরাং, একটা ভালো মানের ক্যামেরা দিয়ে তোলা ছবি এবং একটি অ্যাপের মাধ্যমে রেজুলেশন বৃদ্ধি করা ছবির মান কোনভাবেই এক হতে পারেনা। অ্যাপের মাধ্যমে রেজুলেশন বৃদ্ধি করা ছবিগুলোতে অনেকসময় দেখা যায় শুধুমাত্র চেহারাতেই কাজ করে এবং পিছনের কোন কিছুরই রেজুলেশন বৃদ্ধি হয় না। 

আর এর পিছনেও একটি কারন আছে,  তা হল স্বাভাবিকভাবেই মানুষের চেহারাটা একটি কমন বিষয়।  কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেসকল গাছপালা থাকে তার ডাটা অ্যাপের কাছে থাকেনা।  আর এ কারণেই পিছনে সব কিছু বেশিরভাগ সময়ই ব্লার হয়ে থাকে। 

তবে এই অ্যাপটি বেশ ভালোই পারফরম্যান্স করতে পারে।  এবং অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপটির মাধ্যমে তৈরিকৃত ছবিগুলোর মান খুবই ভালো।  আর একারণেই আজকের এই টিউটোরিয়ালে আমি এই অ্যাপটির মাধ্যমে আপনাদের ছবির রেজুলেশন বৃদ্ধি করা দেখিয়েছি। 

শেষ কথা

তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল।  আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার লো-রেজুলেশনের ছবিকে হাই-রেজুলেশন করবেন। 

আমি এই পোস্টটির প্রত্যেকটি ধাপে ধাপে একটি করে স্ক্রিনশট যোগ করার চেষ্টা করেছি যেন আপনাদের কোনো সমস্যা না হয়।  তবে পরবর্তী সময়ে অ্যাপটি আপডেট হলে এর ইন্টারফেসটি চেঞ্জ হতে পারে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url