স্লিপ নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম


পাসপোর্ট চেক করার উপায়ঃ বর্তমান সময়ে পাসপোর্ট একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। আপনি যে কারণে বিদেশ যেতে চান না কেন, হোক সেটা কাজের খোঁজে কিংবা ঘুরতে অথবা চিকিৎসার জন্যে। বিদেশে যেতে অবশ্যই আপনার একটা পাসপোর্টের প্রয়োজন হবে। 

আর একারণেই মূলত আমরা পাসপোর্ট তৈরির আবেদন করে থাকি। তবে যেহেতু পাসপোর্ট তৈরি একটি সময়সাপেক্ষ কাজ। তাই আবেদন করার পর পাসপোর্ট হাতে পেতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হয়। 

এবং এটি নির্দিষ্টভাবে বলা যায় না যে একটি পাসপোর্ট  তৈরি হতে ঠিক কতদিন সময় লাগতে পারে। তবে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে আপনি চাইলেই আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা অনলাইনে চেক করতে পারবেন। 

পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার নিয়ম 

অনলাইনে ই-পাসপোর্ট পোর্টালে অথবা মোবাইলের মেসেজ অপশন থেকে পাসপোর্টের বর্তমান অবস্থা সম্বন্ধে জানা সম্ভব।  নিম্নে আমি এ দুটি পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করলাম। 

ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট নাম্বার দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট নাম্বার দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করা খুবই সহজ। আপনার কাছে যদি একটি মোবাইল অথবা একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজেই অল্পসময়ের মধ্যেই আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। 


আপনি যখন পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন তখন অবশ্যই আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে।  এবং এই স্লিপে একটি এনরোলমেন্ট নাম্বার আছে।  মূলত আমরা এ নম্বরটি ব্যবহার করেই পাসপোর্ট চেক করব। 

অনলাইনে পাসপোর্ট চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

  1. প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করুন এবং ই-পাসপোর্টের অনলাইন পোর্টালে ভিসিট করুন।  
  2. এবার মেনুবার থেকে Check Status নামক অপশনটিতে ক্লিক করুন। 

  3. Check Status  নামক অপশনটিতে ক্লিক করলেই আপনার স্ক্রিনে একটা ফর্ম আসবে। 
  4. ফর্মের যে ঘরে Application ID লেখা আছে সেটিতে আপনার ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট আইডিটি দিন। 

  5. এবার Date of Birth এর ঘরে আপনার পাসপোর্টে দেওয়া জন্ম তারিখটি লিখুন। 
  6. সবশেষে ক্যাপচা পূরণ করে Check লেখা বাটনটিতে ক্লিক করুন। 

উপরোক্ত ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করার পর Check বাটনে ক্লিক করলে, এবং আপনার দেয়া তথ্যে যদি কোন ভুল না থাকে তাহলে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা তৎক্ষণাৎ জানিয়ে দেয়া হবে। 

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করার উপায় 

অনলাইন ছাড়াও মোবাইলের এসএমএস অপশনের মাধ্যমে পাসপোর্ট চেক করা সম্ভব। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ই-পাসপোর্টের সার্ভারে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে। 

এসএমএস-এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

  1. সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং MRP লিখুন। 
  2. এবার একটি স্পেস দিয়ে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট আইডিটি লিখুন। 
  3. সবশেষে এই মেসেজটি 6969 নাম্বারে পাঠিয়ে দিন। 

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনার দেওয়া এসএমএসটি ই-পাসপোর্টের সার্ভারে সফলভাবে পৌঁছালে কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে। 

পাসপোর্ট এর সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর

আমাদের পোস্টের এ  অংশে আমরা পাসপোর্টের সাথে সম্পর্কিত কিছু সাধারন তত্থ্য এবং এর সম্ভাব্য উত্তরসমূহ নিয়ে আলোচনা করব। আপনি যদি বাংলাদেশের পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে সম্পর্কিত আইন ও অন্যান্য তথ্য সম্বন্ধে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই পোষ্টের এই অংশটি আপনার উপকারে আসতে চলেছে। 

ই-পাসপোর্ট কি? 

আমরা অনেকেই আছি যারা ই-পাসপোর্ট ব্যবহার করেছি কিন্তু জানিনা আসলে এই ই-পাসপোর্টে কি এবং এটি কেন আলাদা।  ই-পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট জগতে এক নতুন সম্ভাবনার নাম।

পুরাতন MRP পাসপোর্টের ক্ষেত্রে সাধারণত পাসপোর্ট বইয়ের পৃষ্ঠাতেই সকল তথ্য লিপিবদ্ধ থাকতো কিন্তু ই-পাসপোর্টের ভিতর একটি পলিমার কার্ড থাকে যার ভিতরে একটি চিপ এবং একটি এন্টেনা থাকে।  আর এই চিপের মধ্যেই আপনার পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য সংরক্ষিত থাকে। 

ই-পাসপোর্টে কি কি তথ্য থাকে?

পুরাতন এমআরপি পাসপোর্টের ন্যায় ই-পাসপোর্টেও প্রায় সকল তথ্যই লিপিবদ্ধ থাকে। তবে ই-পাসপোর্টের সার্ভারে কিছু বাড়তি তথ্য থাকে। যেমনঃ  আপনার তিন ধরনের ছবি, এবং বায়োমেট্রিক তথ্য। অর্থাৎ, আপনার আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনার তথ্যাবলী। 

পাসপোর্ট কয় ধরনের হয়?

পাসপোর্ট সাধারণত তিন ধরনের হয় যেমনঃ 

  1. সাধারন আন্তর্জাতিক পাসপোর্ট (যেটা সবুজ মলাটে পাওয়া যায়) 
  2. সরকারি পাসপোর্ট (যেট নীল মলাটে পাওয়া যায়) 
  3. কূটনৈতিক পাসপোর্ট (যেটা লাল মলাটে পাওয়া যায়) 

সাধারণ পাসপোর্টঃ  বাংলাদেশের জন্মসূত্রে নাগরিকত্ব অথবা অভিবাসন সূত্রে যদি কেউ নাগরিক হয়ে থাকে। তাহলে সে চাইলেই সাধারণ আন্তর্জাতিক পাসপোট (যেটা সবুজ মলাটে পাওয়া যায়)  সেটার আবেদন করতে পারে। 

সরকারি পাসপোর্টঃ বাংলাদেশ সরকারের যেকোনো দপ্তরের কর্মকর্তাদের এধরনের পাসপোর্ট দেওয়া হয়।  সাধারণ মানুষ চাইলেও এ ধরনের পাসপোর্ট তৈরি করতে পারবে না। 

কূটনৈতিক পাসপোর্টঃ  নাম শুনেই বুঝতে পারছেন শুধুমাত্র কূটনীতির সাথে জড়িত অর্থাৎ যারা বাংলাদেশর হয়ে বিভিন্ন দেশের দূতাবাসে কাজ করে শুধু মাত্র তাদের জন্যেই এই ধরনের লাল মলাট যুক্ত পাসপোর্ট তৈরি করা হয়ে থাকে। 

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করব?

পাসপোর্ট ডেলিভারি স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ।  তাই এটি অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করবেন। তবে দূর্ঘটনাবশত আপনার স্লিপটি যদি হারিয়ে যাই তাহলে আপনি যে পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টের আবেদন করেছেন সেখান থেকে নতুন একটি স্লিপ সংগ্রহ করে নিবেন। 

তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্লিপে থাকা সিরিয়াল নাম্বারটি তাদের বলতে হবে। এবং আপনার পরিচয় নিশ্চিত করতে হবে। কিন্তু, স্লিপে থাকা নাম্বারটি যদি আপনার মনে না থাকে তাহলে অতিসত্বর আপনার এনআইডি কার্ড এবং অন্যান্য কাগজপত্র সহকারে পাসপোর্ট অফিসে থাকা কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন । 

পাসপোর্টের নামে যদি MD থাকে তাহলে কি কোন সমস্যা হবে?

না, পাসপোর্টের নামের যদি MD থাকে তাহলে কোন ধরনের সমস্যা হবে না। কেননা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি আপনার পাসপোর্টে নামের শুরুতে MD ব্যবহার করতে পারবেন না। 

তবে আপনার এনআইডি কার্ডের শুরুতে যদি MD না থাকে তাহলে আপনার পাসপোর্ট এর নামের শুরুতে MD দিবেন না। অন্যথায় MD দেওয়াতে কোন দোষ নেই। 

উপসংহার 

তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনি আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন সে বিষয়ে একটি সম্পুর্ন পোস্ট।  এই পোস্টে আমি পাসপোর্ট চেক করার অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। 

সেইসাথে পাসপোর্টের সাথে সম্পৃক্ত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবে এর বাইরে বিদেশ যাওয়া অথবা পাসপোর্ট সংক্রান্ত অন্য কোন বিষয়ে আপনার জানার আগ্রহ থাকলে নিচে কমেন্টের মাধ্যমে আমাকে তা জানাতে পারেন।  আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। 

আজকের মতো এতোটুকুই,  পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ!  সবাই ভাল থাকবেন  :) 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url