শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম | শিওর ক্যাশ ব্যালেন্স কোড


আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে রুপালি ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর আপনি যদি একজন শিওর ক্যাশের গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার খুব উপকারে আসবে। আজকের পোস্টে আমরা শিওর ক্যাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানব। 

ব্যাংকিং ব্যাবস্থার সময় সাপেক্ষ কাজগুলোকে দ্রুততার সাথে করার উদ্দেশেই মূলত মোবাইল ব্যাংকিং এর  আবির্ভাব। অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস এর সাথে তাল মেলাতেই রুপালি ব্যাংক শিওর ক্যাশ নামে সার্ভিস আনে। 

সাধারণত প্রতিটি  মোবাইল ব্যাংকিং সেবারই গ্রাহকদের অ্যাকাউন্ট চেক করার জন্যে নির্দিষ্ট কোড থাকে। ঠিক তেমনি শিওর ক্যাশের গ্রাহকদের জন্যেও কিছু নির্দিষ্ট কোড আছে। 

শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম 

যদিও শিওর ক্যাশ এর অফিসিয়াল অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই ব্যালেন্স চেক করা সম্ভব । তবুও আজকের এই পোস্টে আমি অ্যাপ এবং কোড উভয় মাধ্যমেই শিওর ক্যাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। কেননা আমাদের মধ্যে অনেকেই বাটন ফোন ব্যবহার করি। 

শিওর ক্যাশ টাকা দেখার কোড 

অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং এর মত শিওর ক্যাশেও USSD কোডের মাধ্যমে টাকা দেখা যায়।

শিওর ক্যাশ ব্যাল্যান্সে কোডঃ 

অপারেটরকোড
গ্রামীনফোন*495#
এয়ারটেল*257# অথবা *270#
রবি*495#
বাংলালিংক*495#
টেলিটক*375#


উপরল্লেখিত কোডে গুলো নির্দিষ্ট অপারেটর এর জন্যে  আপনার মোবাইল ফোনের ডায়েল প্যাডে গিয়ে ডায়েল করলেই শিওর ক্যাশ এর মেনু দেখতে পারবেন। এবং শিওর ক্যাশের মেনু থেকে আপনি খুব সহজেই  ব্যালেন্স চেক করতে পারবেন।

মেনু কোড ব্যবহার করে শিওর ক্যাশে টাকা দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

ধাপ-১ঃ প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে আপনি যে অপারেটরের সিম ব্যাবহার করছেন তার জন্য নির্ধারিত কোডটি ডায়াল করুন। 

ধাপ-২ঃ এবার 5 নং অপশন My Account সিলেক্ট করুন।  ৫ নং অপশন My Account সিলেক্ট করতে 5 লিখে Snd বাটনে ক্লিক করুন । 


ধাপ-৩ঃ এখন My Account এর অপশনগুলোর মধ্য সবার প্রথমে Check Balance নামে একটা অপশন দেখতে পারবেন এবার এইটা সিলেক্ট করুন।



ধাপ-৪ঃ এবার আপনার শিওর ক্যাশ একাউন্ট এর পিন দিয়ে Send বাটনে ক্লিক করুন। 


আপনার শিওর ক্যাশ একাউন্ট এর পিন সঠিক ভাবে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করলেই ফিরতি নোটিফিকেশনের মাধ্যমে আপনার শিওর ক্যাশের বর্তমান ব্যাল্যান্স দেখতে পারবেন। 

মোবাইল অ্যাপের মাধ্যমে শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম 

আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি ইচ্ছে করলেই শিওর ক্যাশের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স চেক করতে পারবেন। 

মোবাইল অ্যাপ এর মাধ্যমে শিওর ক্যাশ টাকা দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

ধাপ-১ঃ সর্বপ্রথম আপনার মোবাইলে শিওর ক্যাশ  অ্যাপটি ইন্সটল করুন। 

শিওর ক্যাশ অ্যাপ ইন্সটল করতে আপনার মোবাইলে ফোনে প্লে স্টোরে গিয়ে শিওর ক্যাশ লিকে সার্চ করলেই অ্যাপটি পায়ে যাবেন। 

ধাপ-২ঃ এবার শিওর ক্যাশ অ্যাপটি ওপেন করুন এবং শিওর ক্যাশ অ্যাকাউন্ট নম্বর এবং পিন দিয়ে লগইন করুন। 

ধাপ-৩ঃ সবশেষে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটা ভেরিফিকেশন নম্বর পাঠাবে। এবং এই কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। 

ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই আপনি আপনার শিওর ক্যাশের ব্যাল্যান্সে এবং প্রয়োজনীয় সকল অপশনগুলো দেখতে পারবেন। 

শেষ কথা 

বন্ধুরা এই ছিল শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে শিওর ক্যাশের ব্যাল্যান্স চেক করতে হয়। 

এছাড়াও শিওর ক্যাশের অন্য কোন বিষয়ে যদি বিস্তারিত আর্টিকেল চান তাহলে অবশই কমেনটে জানন। 

পোস্ট টি পরার জন্যে ধন্যবাদ! সবাই ভাল থাকবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url