অফিসিয়াল এবং আন অফিসিয়াল ফোনের পার্থক্য
অফিসিয়াল ফোন চেনার উপায়ঃ বর্তমানে প্রযুক্তির বিকাশ আমাদের জীবনকে অনেক সহজ করেছে। সেই সাথে প্রযুক্তির ছড়াছড়ির কারণে কিছু অসাধু বাবসায়ীরা বিভিন্নভাবে মানুষদের সাথে প্রতারণা করছে।
আর তেমনি আমাদের প্রয়োজনীয় মোবাইল ফোনটাতেও বিভিন্ন কারসাজি লক্ষ করা যায়। আর তাই আজকের পোস্টে আমি আপনাদের অফিসিয়াল মোবাইল ফোন চেনার উপায় সমূহ বর্ণনা করব।
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন কিনতে পাওয়া যায়। যেগুলো বাংলাদেশ সরকারকে ট্যাক্স পরিশোধ করার মাধ্যমে অফিসিয়ালভাবে দেশে আনা হয়েছে।পাশাপাশি এমন অনেক মোবাইল আছে যেগুলো বাংলাদেশ কাস্টমের চোখ ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে এবং এগুলোকে অফিশিয়াল মোবাইল বলেই বাজারে বিক্রি করা হচ্ছে।
সুতরাং আপনি যদি না জানেন যে কিভাবে একটি অফিশিয়াল ফোন চিনতে হয় তাহলে খুব সহজেই প্রতারিত হতে পারেন।
কেন অফিসিয়াল মোবাইল ফোন চেনা জরুরি
অফিসিয়াল মোবাইল চেনা খুবই দরকারি একটা বিষয়। কেননা, আপনি যদি না জানেন যে কীভাবে একটি অফিসিয়াল মোবাইল চিনতে হয় তাহলে একজন অসাধু বাক্তি সহজেই আপনাকে একটি আনঅফিসিয়াল বা কপি মোবাইল বিক্রি করতে পারে।
উল্লেখ্য যে আপনি একটি আনঅফিসিয়াল মোবাইলে কোন ধরনের ওয়ারেন্টি পাবেন না। এবং কোনধরনের আইনি সহযোগিতাও পাবেন না। আর সকল আনঅফিসিয়াল মোবাইল বাংলাদেশ সরকারের সার্ভারে অবৈধ মোবাইল হিসেবে লিপিবদ্ধ থাকে। সুতরাং একটি অফিসিয়াল ফোন চেনাটা খুবই দরকারি।
অফিসিয়াল ফোন চেনার সহজ উপায়
অফিসিয়াল মোবাইল চেনার সবচেয়ে সহজ উপায় হল মেসেজ অপশনের মাধ্যমে চেক করা। যেহেতু প্রতিটা অফিসিয়াল ফোন এর IMEI সরকারকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে BTRC এর সার্ভারে সংরক্ষিত থাকে। সুতরাং আমরা BTRC এর SMS সেবার মাধ্যমে সহজেই অফিসিয়াল মোবাইল চিনতে পারি।
মেসেজ এর মাধ্যমে অফিসিয়াল ফোন চিনতে প্রথমেই আমাদের ফোনের IMEI নম্বার জানতে হবে। IMEI নম্বার দেখার জন্যে প্রথমেই আপনার মোবাইল থেকে ডায়েল অপশনে যান এবং *#06# চাপুন তাহলে আপনি আপনার মোবাইলের IMEI নম্বর টি দেখতে পারবেন।
অথবা আপনার ফোনটি যদি নতুন হয় এবং আপনার ফোনের ব্যাক সাইডে যদি একটি স্টিকার থাকে তাহলে সেখানে আপনার ফোনের IMEI নম্বরটি দেখতে পারবেন। এখন এই নম্বরটি একটি খাতায় লিখে নিন।
এখন আপনার মোবাইল এর মেসাজে অপশন এ যান এবং লিখুন KYD <আপনার ফোনের IMEI নম্বরটি (অবশ্যই ১৫ সংখ্যার হতে হবে )> এবং পাঠিয়ে দিন ১৬০০২ এই নম্বরে।
মেসেজটি করতে হলে অবশই আপনার মোবাইলে টাকা থাকা লাগবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ করা হবে।
ফিরতি SMS এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে BTRC সার্ভারে আপনার মোবাইল এর তথ্য আছে কি না। BTRC সার্ভারে আপনার ফোনর IMEI নম্বর টি পাওয়া গেলে বুঝে যাবেন যে আপনার মোবাইলটি অফিসিয়াল। অন্যথায় মোবাইলটি আনঅফিসিয়াল।
শেষ কথা
তো বন্ধুরা এই ছিল অফিসিয়াল ফোন চেনার সহজ উপায় সম্পর্কে সম্পূর্ণ নির্দেশিকা। আশা করি আপনি উপকৃত হয়রছেন। আমার মতে আনঅফিসিয়াল মোবাইল না কেনাই ভালো।
কারণ, যদিও আনঅফিসিয়াল মোবাইলে ২ থেকে ৩ হাজার টাকা কম পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে এই আন অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী অবৈধ ফোন। এবং বাংলাদেশ সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে আনফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়া হবে।