বিকাশ পিন রিসেট করার নিয়ম
আসসালামু লাইকুম! আশাকরি সবাই ভাল আছেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট এর পিন নম্বর যদি লক হয়ে থাকে তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকের এই পোস্টে আমি আপনাকে লক হওয়া বিকাশ একাউন্টের পিন রিসেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাব।
বিকাশ বর্তমানে বাংলাদেশের অন্যতম মবাইল ব্যাংকিং মাধ্যম। এবং বিকাশের পিন হল এই মোবাইল ব্যাংকিং মাধ্যমের অন্যতম সুরক্ষা কবজ। বিকাশ পিন আপনার ব্যাক্তিগিত তথ্য আর এটি যখনই অন্য কেও জেনে ফেলে ঠিক তখনি আপনার বিকাশ অ্যাকাউন্ট এর পিন লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
তবে বিকাশ পিন লক হয়ে গেলেই আপনার সঞ্চিত টাকা বা বিকাশ সঙ্ক্রান্ত অন্য কোন তথ্যের কোন ধরনের সমস্যা হবে না। আপনি প্রবর্তিতর চাইলেই প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনার বিকাশ পিনটি রিসেট করে নিতে পারবেন এবং এই নতুন পিন ব্যাবহার করে টাকা তোলা থেকে শুরু করে যে কোন ধরনের বিকাশ সেবা গ্রহন করতে পারবেন।
বিকাশ পিন লক হবার কারণ
সাধারণত যখন কোন ব্যাক্তি বার বার ভুল পিন ব্যাবহার করে কোন নম্বরে বিকাশ অ্যাকাউন্ট ব্যাবহার করতে চাই ঠিক তখনি বিকাশের স্বয়ংক্রিয় নিরাপত্তা প্রযুক্তি সেই নম্বরের সাথে সংশ্লিষ্ট বিকাশ পিন ব্লক করে। হতে পারে আপনি তাড়াহুড়া করে একাধিকবার ভহুল বিকাশ পিন ব্যাবহার করার মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যাবহার করতে চেয়াছেন। অথবা কোন অসাধু ব্যাক্তি আপনার অনুপস্থিতিতে এই কাজটি করেছে।
কারণ যেটাই হোক না কেন, আপনার বিকাশ পিন যদি একবার লক হয়ে যায় তাহলে সেই পিন ব্যাবহার করে আপনি আর আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যাবহার করতে পারবেন না। আপনার বিকাশ অ্যাকাউন্টটি পুনরায় ব্যাবহার করতে অবশ্যই আপনাকে আপনার বিকাশ পিনটি রিসেট করে নিতে হবে।
বিকাশ পিন রিসেট করার উপায়
ধাপ-১ঃ আপনার মোবাইলের ডায়েল প্যাডে *247# ডায়েল করার মাধ্যমে বিকশ এর মেইন মেনুতে প্রবেশ করুন এবং 9 নং অপশন থেকে Reset Pin নির্বাচন করুন। রিসেট পিন নির্বাচন করতে 9 লিখে সেন্ড করুন।
ধাপ-২ঃ এবার আপনি জাতীয় পরিচয় পত্রের নম্বরটি দিন এবং সেন্ড করুন। এছাড়া আপনি যদি পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিকাশ অ্যাকাউন্ট টি খুলে থাকেন তাহলে অবশ্যই সেটাই দিবেন।
ধাপ-৩ঃ এখন আপনাকে আপনার জন্ম সালটি দিতে বলা হবে। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম সালটি দিয়ে Send বাটন এ ক্লিক করুন।
ধাপ-৪ঃ এই ধাপে আপনাকে আপনার বিগত লেনদেনের যে কোন একটা ধরন নির্বাচন করতে বলা। যেটি আপনি গত ৯০ দিনের মধ্যে সম্পন্ন করেছে। এবং আপনি যদি গত ৯০ দিনে কোন ধরনের লেনদেন না করে থাকেন তাহলে 7 নং বিকল্প No Transection সিলেক্ট করবেন।
ধাপ-৫ঃ এবার দশমিক এর অংশ ছারা আপনি যেই লেনদেনটি সিলেক্ট করেছিলেন তার পরিমাণ উল্লেখ করে সেন্ড করে দিন।
সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটা অস্থায়ী পিন এসএমএস এর মাধ্যমে বিকাশ পাঠিয়েয়ে দিবে। এখন আপনাকে এই অস্থায়ী পিনটি ব্যাবহারের মাধ্যমে একটি নতুন পিন সেট করে নিতে হবে।
বিকাশ পিন সেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপ-১ঃ আবারও মোবাইলের ডায়েল প্যাডে *247# ডায়েল করার মাধ্যমে বিকশ এর মেইন মেনুতে প্রবেশ করুন এবং মাই বিকাশ (My bKash) অপশনটি সিলেক্ট করুন।
ধাপ-২ঃ My bKash এর মেনুতে আসার পর চেঞ্জ মোবাইল মেনু পিন (Chenge mobile menu PIN) এই অপশনটি সিলেক্ট করুন।
ধাপ-৩ঃ এবার আপনাকে আপনার পুরনো বিকাশ পিনটি দিতে বলা হবে। এখানে এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত অস্থায়ী পিনটি দিন এবং সেন্ড করুন।
ধাপ-৪ঃ অস্থায়ী পিনটি দিলেই আপনাকে একটা 5 সংখ্যার নতুন পিন দিতে বলবে। এবং নতুন পিনটি দিলেই সেই পিনটি কনফার্ম করতে বলবে। এখন পিনটি আবারও দিয়ে সেন্ড করার মাধ্যমে নতুন পিন সেট পক্রিয়া সম্পন্ন করুন।
তবে মনে রাখবেন আপনি একই নম্বর বারবার ব্যাবহার করতে পারবেন না যেমন ১১১১১ অথবা কোন সহজ অনুক্রম ১২৩৪৫ ইত্যাদি। উপরোক্ত ধাপগুলো সম্পূর্ণ করলেই আপনার বিকাশ পিন রিসেট পক্রিয়া সম্পন্ন হবে। এবং পরবর্তীতে যে কোন ধরনের বিকাশ সেবাই এই পিন নম্বরের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
শেষ কথা
মূলত এই দুইটি প্রধান ধাপ অনুসরণ করার মাধ্যমে আমরা আমদের বিকাশ এর পিন রিসেট করতে পারি। প্রথমত আমাদের প্রয়োজনীয় তথ্যও দেওয়ার মাধ্যমে একটা অস্থায়ী পিন নিতে হবে এবং দ্বিতীয় ধাপে সেই পিন ব্যাবহার করার মাধ্যমে একটা নতুন পিন সেট করতে হবে।
তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনি আপনার বিকাশ এর পিন নম্বর রিসেট করবেন। শুধু ব্লক হয়ে গেলেই নয় যে কোন পরিস্থিতিতেই আপনি চাইলেই এই পদ্ধতি অনুসরণ করে আপনার বিকাশ পিনটি রিসেট করে নিতে পারেন।