সকল সিমের নাম্বার চেক কোড | Check BD SIM numbers
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের সিমের নম্বর দেখে থাকি। যেমন অন্যের সাথে আমাদের ফোন নম্বর শেয়ার করা, ফ্লেক্সিলড দেওয়ার সময় ইত্যাদি। তবে আমরা যদি একটা পুরাতন সিম ব্যাবহার করে থাকি তাহলে খুব সাধারণত আমাদের নম্বরটি মুখুস্ত থাকে।
কিন্তু সমস্যাটা তখন বাধে যখন আমরা অন্য একটা অপারেটর এর নতুন একটা সিম কিনি। সাধারণত আমরা নতুন সিম কিনলে তার নম্বরটা একটা নির্দিষ্ট কোড ডায়ালের মাধ্যমে দেখে থাকি।
আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নির্দিষ্ট কোড ডায়াল এর মাধ্যমে আপনার ব্যবহৃত সিমের নাম্বার টি দেখবেন।
বাংলাদশি সিমের নম্বর দেখার কোড | BD SIM number check code
যদিও ভিন্ন ভিন্ন অপারেটরের সিম নম্বর দেখার জন্যে আলাদা আলাদা কোড ডায়েল করতে হয়। তবে আমার মনে হয় যে যদি সকল সিমের জন্যে শুধু একটিমাত্র কোড থাকত তাহলে ব্যাবহারকারিদের ভিন্ন ভিন্ন কোড মনে রাখতে হত না।
তবে যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন অপারেটর এর জন্য আলাদা কোড ডায়াল করতেই হয় তাই নিচে আমি সকল অপারেটরের সিমের জন্যে নির্ধারিত কোড এবং নম্বর দেখার পদ্ধতি নিচে বর্ণনা করলাম।
বাংলাদেশের সিমের নম্বর চেক করার কোডঃ
অপারেটর | কোড |
---|---|
গ্রামীনফোন | *2# |
এয়ারটেল | *2# |
রবি | *2# |
বাংলালিংক | *551# |
টেলিটক | *551# |
স্কিটো | *2# |
উপরে দেখানো কোডের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সিমের নম্বরটি দেখতে পারবেন। কোডের মাধ্যমে সিম নম্বর চেক করতে আপনার মোবাইলের ডায়ালার অপশনে গিয় আপনার ব্যবহৃত অপারেটরের সিমের জন্যে নির্ধারিত কোডটি ডায়েল করুন।
আপনি সঠিকভাবে আপনার সিমের জন্যে নির্ধারিত নম্বর দেখা কোডটি ডায়ালার অপশন থেকে ডায়েল করলেই ফিরতি নোটিফিকেশনের মাধ্যমে আপনার সিম এর নম্বরটি জানিয়ে দেয়া হবে।
উপসংহার
তো বন্ধুরা আপনি যদি আপনার সিমের নম্বর দেখার কোড সম্পর্কে জানার উদ্দেশে এই পোস্টটি পরে থাকেন তাহলে আশা করি এই পোস্টটি থেকে আপনি উপকৃত হয়েছেন।
মোট কথা হল আপনি টাকা দেখা কোডের মাধ্যমে যেভাবে ব্যালেন্স চেক করেন ঠিক একই ভাবে নম্বর চেক করা কোডের মাধ্যমে নম্বরটাও দেখতে পারবেন। আর যেহেতু আমি নম্বর দেখা কোডের তালিকা উপরে দিয়ে দিয়েছি সুতরাং আর সমস্যা না হবারই কথা।
তবে আপনার যদি সিম সম্পর্কিত কোন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন।
পোস্টটি পরার জন্যে ধন্যবাদ!