নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম | How to change Nagad PIN
আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে নগদ বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকিং মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। আর আপনিও যদি একজন নগদ ব্যবহারকারী হয়ে থাকেন । তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যে খুবই উপকারী হতে চলেছে। আজকের এই পোস্টে আমি আপনাদের নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম জানাব।
প্রত্যেকটি সেবার জন্যেই তার সুরক্ষা একটি অন্যতম এবং প্রয়োজনীয় বৈশিষ্ট্য। আর সেটা যদি টাকা পয়সা সংক্রান্ত কোন বিষয় হয় তাহলে তো নিরাপত্তা অতীব জরুরি একটা বিষয়। বর্তমানে নগদ এর মত মোবাইল ব্যাংকিং সেবাগুলি প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্যে পিন কোড ব্যাবহার করে।
আর একটা কথা মনে রাখতে হবে যে সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করতে আপনাকে অবশ্যই একটি শক্ত পিন ব্যাবহার করতে হবে। এবং কোন পিনই দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয়। সুতরাং, আমাদের নগদ অ্যাকাউন্ট এর সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই আমাদের নগদ অ্যাকাউন্ট এর পিনটি একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা উচিত।
সাধারণত সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত আমাদের নগদ অ্যাকাউন্ট এর পিন কোড পরিবর্তন করে থাকি। তবে এটা কোন ব্যাপার না যে আপনি কোন কারণে আপনার নগদ অ্যাকাউন্ট এর পিন পরিবর্তন করতে চাচ্ছেন। আপনার উদ্দেশ্য যাই হক না কেন এই পোস্ট টি আপনাকে সাহায্য করবে।
নগদের পিন পরিবর্তনের উপায় | Change Nagad account PIN
বর্তমানে ২ টি উপায়ে নগদ অ্যাকাউন্ট এর পিন পরিবর্তন করতে পারবেন। আপনি যদি একজন বাটন ফোন ব্যাবহারকারি হয়ে থাকেন তাহলে নগদের USSD কোডের মাধ্যমে আপনার নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন।
এছাড়াও, আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নগদের অফিসিয়াল অ্যাপ ব্যাবহার করে খুব সহজেই আপনি আপনার নগদ অ্যাকাউন্ট এর পিন পরিবর্তন করতে পারবেন। নিম্নে আমি ২ টি পদ্ধতিই বিস্তারিতভাবে বর্ণনা করলাম।
নগদ মেনু কোড ব্যাবহার করে পিন পরিবর্তনের নিয়ম | Change nagad account PIN using Nagad menu code
এটা কোন ব্যাপার না যে আপনি কোন ধরনের মবাইলফনে ব্যাবহার করছেন। বাটন হোক কিংবা একটি স্মার্টফোন, আপনি ২ ধরনের মোবাইল ফোন দিয়েই নগদ মেনু কোড ব্যাবহার করার মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট এর পিন নম্বর পরিবর্তন করতে পারবেন।
নগদ মেনু কোড ব্যাবহার করে পিন পরিবর্তনের জন্যে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ
ধাপ-১ঃ সর্ব প্রথম আপনার মোবাইলের ডায়ালার অপশনে যান এবং নগদ এর মেনু কোড *167# লিখে ডায়েল করুন।
ধাপ-২ঃ এবার নগদ এর মেইন মেনু থেকে My Nagad অপশনটি সিলেক্ট করুন। My Nagad অপশনটি সিলেক্ট করতে 7 লিখে সেন্ড করুন। আপনার ক্ষেত্রে অন্য কোন নম্বরে My Nagad অপশনটি থাকতে পারে। সেক্ষেত্রে My Nagad এর পাশের নম্বরটি লিখে সেন্ড করুন।
ধাপ-৩ঃ মাই নগদ এর অপশনগুলোর মধ্যে 3 নং (PIN Change) অপশনটি সিলেক্ট করুন।
ধাপ-৪ঃ এখন আপনাকে আপনার বর্তমান পিনটি দিতে বলবে। বর্তমান পিনটি দিয়ে সেন্ড করলেই নিচের মত একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার নতুন পিনটি দিন এবং Send বাটন এ ক্লিক করুন।
ধাপ-৫ঃ সবশেষে আপনার নতুন নগদ পিনটি আরেকবার দেওয়ার মাধ্যমে কনফার্ম করুন।
নিশ্চিতকরণ পিনটি দিয়ে সেন্ড করলেই আপনাকে জানান হবে যে আপনার নগদ অ্যাকাউন্ট এর মেনু পিনটি পরিবর্তন করা হল। পরবর্তীতে টাকা দেখা থেকে শুরু করে টাকা উত্তোলন এবং অন্যান্য নগদ পরিসেবা ব্যাবহার করতে হলে আপনাকে এই নতুন পিনটি ব্যাবহার করতে হবে।
নগদ অ্যাপ ব্যাবহার করে পিন পরিবর্তন করার নিয়ম | Change Nagad account PIN using the Nagad App
নগদ পিন নম্বর পরিবর্তন করারা সবচেয়ে সহজ এবং সাবলীল মাধ্যম হল নগদ অ্যাপ ব্যাবহার করে নগদ এর পিন নম্বর পরিবর্তন করা। আপনি যদি একটি স্মার্ট ফোন ব্যাবহার করে থাকেন তাহলে খুব সহজেই আপনার বিকাশ এর পিন পরিবর্তন করতে পারবেন।
নগদ অ্যাপ ব্যাবহার করে নগদ এর পিন পরিবর্তন করতে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ
ধাপ-১ঃ প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইন্সটল করে আপনার নগদ ফোন নম্বর এবং পিন নম্বর দিয়ে লগইন করুন।
আর আপনর ফোন যদি আগে থেকেই নগদ অ্যাপ ইন্সটল করা থাকে তাহলে পরবর্তী ধাপে যেতে পারেন।
ধাপ-২ঃ নগদ অ্যাপ এ প্রবেশ করার পরে নিচে বামদিক থেকে My Nagad ট্যাবটি সিলেক্ট করুন ।
ধাপ-৩ঃ এখন My Nagad ট্যাব থেকে চেঞ্জ পিন অপশনটি সিলেক্ট করুন।
ধাপ-৪ঃ এবার নগদের পিন পরিবর্তনের পর্দায় আপনি একটা ফিল্ড ফেখতে পারবেন যেখানে আপনাকে আপনার বর্তমান পিন নম্বরটি দিতে বলবে। এখানে আপনার বর্তমান নগদ পিনটি দিন।
ধাপ-৫ঃ দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ফিল্ডে আপনার নতুন নগদ পিনটি দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
যথাস্থানে আপনার নতুন এবং পুরাতন পিন দিয়ে সাবমিট বাটনে চাপ দিলেই আপনার নতুন নগদ পিনটি চালু হয়ে যাবে। এবং এখন থেকে আপনার নগদ অ্যাকাউন্ট এ লগইন করতে এই নতুন পিনটি ব্যাবহার করতে হবে। এবং কেও চাইলেও আর পুরাতন পিন ব্যাবহার করে আপনার নগদ অ্যাকাউন্টটি ব্যাবহার করতে পারবে না।
উপসংহার
তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট এর পিন পরিবর্তন করতে পারেন তার সম্পূর্ণ নির্দেশিকা। আশা করি এই পোস্ট টি আপনার অনেক উপকারে এসেছে। মনে রাখবেন যে যতই কাছের মানুষ হোক না কেন টাকা পয়সার ব্যাপারে একটু সংবেদনশীল হওয়াই ভাল।
আরেকটা কথা নিয়মিত পিন পরিবর্তনের মাধ্যমে আমরা সহজেই আমাদের নগদ অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখতে পারি। এছাড়াও আপনার যদি নগদ সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি উত্তর দেয়ার চেষ্টা করব।
পোস্টটি পরার জন্যে ধন্যবাদ।