ট্যাপ একাউন্ট খোলার নিয়ম | How to create Tap account
আসসালামু আলাইকুম বন্ধুরা! আশা করি সবাই ভালই আছেন। আপনারা যারা নতুন মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে আগ্রহী তাদের জন্যে সুখবর। আজকের এই পোস্টে আমি আপনাদের ট্যাপ অ্যাকাউন্ট খলার নিয়ম এবং এর সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করব।
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবাগুলি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। আর এই জনপ্রিয়তার কয়েকটি কারণও আছে যেমন খুব সহজেই লেনদেন করা যায়। বিভিন্ন দোকানে এবং ইউটিলিটি বিলগুলো সহজেই পরিশোধ করা যায়। এছাড়াও মোবাইল ব্যাবকিং এর সবথেকে বড় সুবিধা হল, এই সকল সেবাগুলি গ্রহণ করতে আপনাকে ব্যাংকে যেতে হবে না।
মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তার কারনেই প্রায় প্রতি নিয়তই নতুন নতুন ব্যাংকিং সেবা আমাদের দেশে চালু হচ্ছে। আর এর ধারাবাহিকতাই আরও একটি মোবাইল ব্যাংকিং সেবা কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। আর এই ব্যাংকিং সেবার নাম হল ট্রাস্ট আজ্যিয়াটা পে অর্থাৎ সংক্ষেপে ট্যাপ।
ট্যাপ অ্যাকাউন্ট কি? What is Tap account
ট্যাপ অ্যাকাউন্ট মূলত একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মতই আপনি চাইলেই ট্যাপ অ্যাকাউন্ট এ টাকা সঞ্চয় এবং লেনদেন করতে পারবেন।
২০২০ সালের ৩০শে ডিসেম্বর, বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক এবং জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি আজিয়াটা লিমিটেড যাকে আমরা রবি নামর চিনি। এই ২ প্রতিষ্ঠান একসাথে মিলে ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ অ্যাকাউন্ট লন্স করে।
যেহেতু এই মোবাইল ব্যাংকিং সেবাটি ২ টি স্বনামধন্য এবং বিশ্বস্ত কোম্পানির যৌথ পরিষেবা সুতরাং আমরা নিশ্চিত থাকতে পারি যে ট্যাপ অ্যাকাউন্ট এর সেবার মান খুব ভাল হবে। আর বর্তমানে ট্যাপ অ্যাকাউন্ট ব্যাবহারকারিদের জন্যে দারুণ দারুণ অফারও রয়েছে। কিন্তু এই ট্যাপ অ্যাকাউন্ট এর পরিষেবা গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই একটা ট্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে।
ট্যাপ অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? | What you needs to open a Tap account
ট্যাপ মোবাইল ব্যাংকিং যেহেতু একটা ব্যাংকিং সেবা তাই অন্যান্য ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে যেমন কিছু কাগজপত্রের প্রয়োজন পরে ঠিক তেমনি ট্যাপ অ্যাকাউন্ট খুলতেও কিছু কাগজপত্রের প্রয়োজন পরে। এছাড়াও কিছু নির্দিষ্ট শর্তমালা আছে যেগুলো পূরণ করলেই কেবল ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ট্যাপ অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবেঃ
- বাংলাদেশি হতে হবে
- ব্যবহারকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
- একটা বৈধ জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
- এবং একটা রেজিস্টার্ড সিম থাকতে হবে
উপরোক্ত বিষয়গুলি নিশ্চিত করার মাধ্যমে আপনি ট্যাপ অ্যাকাউন্ট খলার জন্যে অগ্রসর হতে পারেন। এখানে উল্লেখ্য যে আপনার বয়স যদি ১৮ বছর এর নিচে হয় এবং আপনার একটি ট্যাপ অ্যাকাউন্ট এর প্রয়োজনীয়তা থাকে।
তাহলে আপনি আপনারে পরিবারে অন্য কোন সদস্য যেমন আপনার মা অথবা আপনার বাবার নামে একটি ট্যাপ অ্যাকাউন্ট তৈরি করে ব্যাবহার করতে পারেন।
ট্যাপ অ্যাকাউন্ট খলার নিয়ম | Create Tap account
আপনি চাইলে অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের মত আপনার মোবাইলেই ট্যাপ অ্যাপ এর মাধ্যমে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যদি স্মার্টফোন না থাকে তাহলে আপনি চাইলে আপনার বন্ধুর মোবাইল দিয়েও ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পরবেন।
অথবা, আপনি প্রয়োজনীয় তথ্যও ও কাগজপত্র নিয়ে ট্যাপ এজেন্ট এর কাছে গেলেই তারা আপনাকে ট্যাপ অ্যাকাউন্ট খুলে দিবে।
নিজে নিজে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অফিসিয়াল ট্যাপ অ্যাপটিকে আপনার মোবাইল ইন্সটল করতে হবে এবং এই অ্যাপ এর মাধ্যমে আপনার ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু বাটন মোবাইল দিয়ে নিজে নিজে ট্যাপ অ্যাকাউন্ট খোলার কোন পদ্ধতি নেই।
আপনার মোবাইলে ট্যাপ অ্যাপ ইন্সটল করতে এবং অ্যাপ এর মাধ্যমে নিজে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপ-১ঃ প্রথমেই আমাদের মোবাইলে ট্যাপ অ্যাপটি ইন্সটল করতে হবে। ট্যাপ অ্যাপটি ইন্সটল করার জন্যে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ট্যাপ tap লিখে সার্চ দিলেই Trust Axiata Pay (tap) অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে ইন্সটল Install বাটনে চাপ দিয়ে ট্যাপ অ্যাপটি ইন্সটল করে নিন।
ধাপ-২ঃ ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। প্রথমবার অ্যাপটি ওপেন করলেই আপনার অনুমুতি চাইবে। অনুমুতি চাইলে এলো (Allow) বাটনে ক্লিক করার মাধ্যমে অনুমুতি দিন।
ধাপ-৩ঃ গেট স্টারটেড (Get started) বাটনে ক্লিক করে দিবেন এবং এরপর আপনার মোবাইল নম্বর চাইবে। তো এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন এবং অপারেটর সিলেক্ট করে নিচেরদিকে থাকা তীর চিন্নহ বাটনে ক্লিক করবেন।
ধাপ-৪ঃ তীর চিন্নহ বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটা কোড আসবে। এবার এই কোডটি দিন এবং যথারীতি সেই তীর চিন্নহ বাটনে ক্লিক করুন।
ধাপ-৫ঃ এখন আপনাকে একটি টার্মস এন্ড কন্ডিশন দেখাবে এটা ভালভাবে পরে নিচে থাকা তীর চিন্নহ বাটনে ক্লিক করার মাধ্যমে স্বীকৃতি দিন।
ধাপ-৬ঃ এবার আপনাকে আপনার নাম, লিঙ্গ, এবং পেশা লিখতে হবে। তবে আপনার নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন।
ধাপ-৭ঃ এখন আপনাকে ৪ ডিজিটের একটা মজবুত পিন সেট করতে বলা হবে। আপনার পছন্দমত একটা পিন দিয়ে দিন।
ধাপ-৮ঃ এবার আপনাকে নিচে থাকা Let's continue বাটনটিতে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ২ পাশের ছবি তুলুন। এই ধাপে অ্যাপটি আপনার ফোনর ক্যামেরা পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনটি দিয়ে দিন।
ধাপ-৯ঃ এবার আপনাকে আপনার দেওয়া সমস্ত তথ্যও দেখাবে। আপনি তথ্যটি যাচাই করে কনফার্ম বাটনটিতে ক্লিক করুন। আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্ট এর নমিনির নাম এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিতে পারবেন।
ধাপ-১০ঃ এবার আপনাকে একটি সেলফি তুলতে হবে, সেলফি তোলার জন্যে আপনাকে পাঁচবার পলক ফেলতে হবে।
ধাপ-১১ঃ সেলফি তুলার সাথে সাথেই ভেরিফিকেশন চালু হয়ে যাবে এবং কিছুখনের মদ্ধেই এটি সম্পন্ন হয়ে যাবে। এখান থেকে তীর চিন্নেহ ক্লিক করুন।
ধাপ-১২ঃ এবার আপনাকে আপনার ট্যাপ অ্যাকাউন্ট এ লগ ইন করতে বলা হবে। এখন আপনাকে ৭ নং ধাপে দেওয়া পিনটি দিয়ে লগ ইন করতে হবে। এবং লগইন করলেই আপনি আপনার ট্যাপ অ্যাকাউন্ট এর সকল সুবিধা ব্যাবহার করতে পারবেন।
উপরোক্ত ধাপগুলি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার ট্যাপ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং আপনার দেওয়া পিন নম্বরটি ব্যাবহার করার মাধ্যমে আপনার ট্যাপ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট টি ব্যাবহার করতে পারবেন।
ট্যাপ অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য সমূহ | Features of Tap account
ট্যাপ মূলত একটি মোবাইল ব্যাংকিং সেবা যার মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাংকে না গিয়েই ব্যাংকিং সেবাগুলি উপভোগ করতে পারবেন। এছাড়াও বর্তমানে ট্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনার ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন।
আপনার ট্যাপ অ্যাকাউন্টটি আপনার স্মার্ট ফোন ট্যাপ অ্যাপ এর মাধ্যমে ব্যাবহার করতে পারবেন। এছাড়া আপনার যদি একটা বাটন মোবাইল থাকে তাহলেও ট্যাপ মেনু কোডের মাধ্যমে সকল সেবা গ্রহণ করতে পারবেন।
অন্যান্য ব্যাংকিং সেবা যেমন বিকাশ, রকেট, নগর ইত্যাদির মতই আপনি ট্যাপ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, এবং মোবাইল রিচারজ এর মত সেবাগুলি গ্রহণ করতে পারবেন। ট্যাপ অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হল।
ট্যাপ অ্যাকাউন্টের বৈশিষ্ট্য:
- এনআইডি এবং সেলফি দিয়ে নিজেই ট্যাপ অ্যাকাউন্ট খোলা যায়
- ট্যাপ অ্যাকাউন্ট এর নিরাপত্তা খুবই শক্ত
- যেকোন অপারেটরের মোবাইল রিচারজ করা যায়
- টাকা পাঠানো এবং গ্রহণ করা সহজ
- ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা যোগ করা যায়
- শিক্ষা প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা যায় (৫৬ প্রতিষ্ঠান)
- ইউটিলিটি বিল পরিশোধ করা যায়
- NID ফি প্রদান করা যায়
- পাসপোর্ট ফি প্রদান করা যায়
- 3টি সশস্ত্র বাহিনীর নিয়োগ/চাকরীর আবেদন ফি প্রদান করা যায়
ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোড | Tap mobile banking code
যদি আমরা ট্যাপ অ্যাপ দিয়ে টেপ অ্যাকাউন্টের সমস্ত সুবিধা ভোগ করতে পারি। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্মার্ট ফোন ব্যাবহার করি না। আর তাদের জন্যে একমাত্র উপায় হল ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোড ব্যাবহার করা।
ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোডঃ *২০১#
উপরোক্ত কোডে ব্যাবহার করার মাধ্যমে আপনি ট্যাপ অ্যাপ ব্যাবহার না করেই ট্যাপ অ্যাকাউন্ট এর সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন। ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোড ব্যাবহার করে ট্যাপ অ্যাকাউন্ট এর সেবা সমূহ গ্রহণ করতে আপনাকে আপনার মোবাইলের ডায়ালার থেকে উপরোক্ত কোডেটি ডায়েল করতে হবে।
ট্যাপ অ্যাকাউন্ট কয় ধরনের হয় | Types of Tap account
ট্যাপ অ্যাকাউন্ট সাধারণত ৩ ধরনে হয়ে থাকে এবং আপনি আপনার প্রয়োজনমত একটি তৈরি করে নিতে পারবেন। তবে আপনি যদি নিজে নিজে তৈরি করেন তাহলে শুধু সাধারণ ট্যাপ অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন।
ট্যাপ অ্যাকাউন্ট ৩ ধরনে। যথাঃ
- স্টূডেন্ট ট্যাপ একাউন্ট
- স্যালারি ট্যাপ একাউন্ট
- সাধারণ ট্যাপ একাউন্ট
আপনার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যে ট্যাপ অ্যাকাউন্ট একটা বিশেষ সুবিধা দেয়। স্টুডেন্ট ট্যাপ অ্যাকাউন্ট এ সব সময় অন্যান্য অ্যাকাউন্ট এর থেকে কম চার্জ কাটে। এছাড়া ট্রাস্ট আয়জিয়াটা পে চাকরিজীবীদের জন্যে স্যলারী অ্যাকাউন্ট এর ব্যাবস্থা করেছে। যার মাধ্যমে সাধারণ অ্যাকাউন্ট এর তুলনায় অল্পও খরচেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
ট্যাপ ক্যাশ ইন চার্জ | Tap cash in charge
ট্যাপ ক্যাশ ইন চার্জ অ্যাকাউন্ট এর ধরন ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যাবহার করেন তাহলে আপনাকে ০.৬০ শতাংশ চার্জ দেওয়া লাগবে এবং আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট ব্যাবহার করে থাকেন তাহলে আপনাকে ক্যাশ ইন করতে আপনাকে ০.৯০ শতাংশ। অর্থাৎ, প্রতি হাজারে ৯ টাকা।
তবে আপনি আপনি যদি এজেন্ট এর কাছে ক্যাশ ইন করেন তাহলে আপানেক কোন চার্জই দিতে হবে না এবং এই নিয়মটি সকল অ্যাকাউন্ট এর জন্যেই প্রযোজ্য হবে। উপরোক্ত চার্জ শুধুমাত্র ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রই প্রযোজ্য।
ট্যাপ ক্যাশ আউট চার্জ | Tap cash out charge
ট্যাপ মোবাইল ব্যাংকিং এর ক্যাশ আউট চার্জ হজরে ১৪ টাকা ৭০ পয়সা। তবে প্রথমে ট্যাপ অ্যাকাউন্ট এর ক্যাশ আউট চার্জ ছিল ১৫ টাকা যা এই বছরে ১৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ ট্যাপ অ্যাকাউন্ট এর ক্যাশ আউট চার্জ অফারের ওপর নির্ভর করে।
শেষ কথা
তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনি একটি ট্যাপ অ্যাকাউন্ট খুলবেন। আজকের এই পোস্টে আমি ট্যাপ অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম এবং এর সাথে সম্পর্কিত সকল বিষয় আলোচনা করার চেষ্টা করেছি।
আশা করি আপনি ট্যাপ অ্যাকাউন্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবুও ট্যাপ অ্যাকাউন্ট অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে আমাদের ব্লগের মোবাইল ব্যাংকিং এর উপর অন্যান্য পোস্টগুলি দেখতে পারেন।
পোস্টটি পরার জন্যে ধন্যবাদ!