আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার নিয়ম | How to check NID sim registration
আসসালামু আলাইকুম! আশা করি বন্ধুরা ভাল আছেন। আপনি যদি আপনার এন আই ডি কার্ড দিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশান করে থাকেন এবং যানতে চান যে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন।
আজকের এই পোস্টে আমি আপনাদের জানাব যে কিভাবে বুঝবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে. এবং আরও কয়টি সিম আপনি আপনার NID কার্ড দিয়ে রেজিস্টার করতে পারবেন।
আমারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অথবা নানাবিধ চটকদার অফারের পাল্লায় পরে নতুন সিম কিনে থাকি। যার কারণে এমন একটা সময় আসে যখন আমরা নিজেরাই বলতে পারিনা যে আমাদের NID কার্ড দিয়ে মোট কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যাক্তি তার NID কার্ড ব্যাবহার করে সর্বচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশন করতে পারবে। সুতরাং, আপনি চাইলেও আপনার NID কার্ড ব্যাবহার করে ১৫ টার বেশি সিম কিনতে করতে পারবেন না।
NID এর মাধ্যমে নিবন্ধিত সিম চেক করার পদ্ধতি | Check NID sim registration
আপনার এনআইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত সিমের তালিকা দেখা খুব সহজ একটি কাজ। এবং নির্দিষ্ট একটি কোড ডায়াল এর মাধ্যমে আপনি খুব সহজেই তালিকাটি দেখতে পারবেন।
আপনার মোবাইলের ডায়েল অপশনে গিয়ে যে কোন অপারেটর এর মাধ্যমে *16001# ডায়েল করুন। এবার আপনি যে NID কার্ড এর মাধ্যমে রেজিস্টার করা সিমগুলি দেখতে চান সেটার নম্বরের শেষ ৪ চার ডিজিট লিখে সেন্ড করুন।
আপনার NID কার্ড এর শেষ ৪ ডিজিট দিয়ে সেন্ড করলেই এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার NID কার্ড এর মাধ্যমে কয়টি সিম রেজিস্টার করা আছে।
উপরোক্ত পদ্ধতিটি সকল অপারেটর এর সিমের জন্যেই প্রযোজ্য তবে আপনি যদি চান তাহলে নিচে বর্ণিত পদ্ধতিগুলির মাধ্যমে নির্দিষ্ট একটি অপারেটর এর কয়টি সিম আপনার NID কার্ড এর মাধ্যমে রেজিস্টার করা আছে তাও দেখতে পারবেন।
গ্রামীনফোন সিম দেখার নিয়মঃ
- প্রথমেই আপনরা মোবাইলের মেসেজ অপশনে যান
- এবার আপনার আইডি কার্ড নম্বরের শেষ 4 ডিজিট লিখুন
- তারপর আপনার গ্রামীনফোন সিম থেকে 16001 নম্বরে এসএমএসটি পাঠান
- সবশেষে ফিরতে এসএমএসটি চেক করুন
রবি সিম দেখার নিয়মঃ
- প্রথমেই আপনরা মোবাইলের মেসেজ অপশনে যান
- এবার আপনার আইডি কার্ড নম্বরের শেষ 4 ডিজিট লিখুন
- তারপর আপনার রবি সিম থেকে 16001 নম্বরে এসএমএসটি পাঠান
- সবশেষে ফিরতে এসএমএসটি চেক করুন
এয়ারটেল সিম দেখার নিয়মঃ
- প্রথমেই আপনরা মোবাইলের মেসেজ অপশনে যান
- এবার আপনার আইডি কার্ড নম্বরের শেষ 4 ডিজিট লিখুন
- তারপর আপনার এয়ারটেল সিম থেকে 16001 নম্বরে এসএমএস টি পাঠান
- সবশেষে ফিরতে এসএমএসটি চেক করুন
বাংলালিংক সিম দেখার নিয়মঃ
- প্রথমেই আপনরা মোবাইলের মেসেজ অপশনে যান
- এবার আপনার আইডি কার্ড নম্বরের শেষ 4 ডিজিট লিখুন
- তারপর আপনার বাংলালিংক সিম থেকে 16001 নম্বরে এসএমএসটি পাঠান
- সবশেষে ফিরতে এসএমএসটি চেক করুন
টেলিটক সিম দেখার নিয়মঃ
- প্রথমেই আপনরা মোবাইলের মেসেজ অপশনে যান
- এবার আপনার আইডি কার্ড নম্বর এর শেষ 4 ডিজিট লিখুন
- তারপর আপনার টেলিটক সিম থেকে 16001 নম্বরে এসএমএসটি পাঠান
- সবশেষে ফিরতে এসএমএসটি চেক করুন
শেষ কথা
উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার NID কার্ড দিয়ে কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখতে পারবেন। তবে আপনার ক্ষেত্রে যদি উপরোক্ত পদ্ধতিটি কাজ না করে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানান।
এছাড়াও আপনি ১২১-এ কল করে আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে জানাতে পারেন। উপরোক্ত পোস্টটি যদি আপনার উপকারে আশে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ!