রকেট একাউন্ট চেক কোড | Rocket account check code 2022


রকেট একাউন্ট চেক কোড: আপনি যদি রকেট একাউন্ট চেক করার কোড খুঁজে থাকেন।  অথবা রকেট একাউন্ট চেক করার কোড জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন। তাহলে, আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই পোস্টে আমরা রকেট একাউন্ট চেক করার কোড এবং তা ব্যবহার করে কিভাবে আপনি আপনার রকেট একাউন্ট চেক করবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। 

বর্তমানে প্রচলিত বাংলাদেশের মোবাইল ব্যাংকিং পদ্ধতির মধ্যে রকেট একটি অন্যতম মোবাইল ব্যাংকিং মাধ্যম। এবং দিন দিন এর জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মূলত রকেটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার কারণেই তা বর্তমানে এই পর্যায়ে পৌঁছেছে ।   

রকেট বাংলাদেশের মূলত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার সূচনা লগ্ন থেকেই হয়েছে । প্রথমদিকে রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত ছিল । এবং পরবর্তীতে তা নাম পাল্টে রকেট নামে নিয়ে যাত্রা শুরু করে। 

রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেম আমাদের বাংলাদেশ আগে থেকে থাকলেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রকেট একাউন্ট চেক করার কোড জানেন না । 

এর পিছনে অন্যতম কারণ হলো রকেট অনেকদিন থেকে বাংলাদেশে থাকলেও আমরা অনেকেই আছি যারা সদ্য রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার শুরু করেছি । অথবা এর আগে ব্যবহার করে থাকলেও অ্যাপের মাধ্যমে ব্যবহার করার কারণে রকেট একাউন্ট চেক করার কোড ভুলে গেছি। 

তবে চিন্তার কোন কারন নেই আজকের এই পোস্টে আমি রকেট একাউন্ট চেক করার কোড এবং এই কোড ব্যবহার করে কিভাবে আপনি আপনার রকেট একাউন্ট চেক করবেন তা বিস্তারিত ভাবে আলোচনা করব ।  সুতরাং রকেট একাউন্ট চেক করার জানতে এই আর্টিকেলটি সম্পুর্ন পড়ুন ।  

রকেট একাউন্ট চেক করার পদ্ধতি সমূহ | Rocket account check methods

যেহেতু রকেট একটি (MFS) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, সুতরাং রকেট একাউন্ট চেক করা থেকে শুরু করে রকেট একাউন্ট এর সমস্ত সুবিধা মোবাইল এর মাধ্যমে গ্রহণ করা যায় । 

সাধারণত দুইটি উপায় রকেট একাউন্ট চেক করা চাই । যথা:-

  1. ইউএসএসডি কোড
  2. রকেট মোবাইল অ্যাপ 

ইউএসএসডি কোড: আপনি যদি আপনার রকেট একাউন্টে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করতে চান ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই তা করতে পারবেন ।  

এছাড়াও আপনি কোন ধরনের অ্যাপ ব্যবহার করা ছাড়াই রকেট একাউন্ট চেক কোড ব্যবহার করে আপনার স্মার্টফোন অথবা  বাটন মোবাইলের ডায়ালার অপশন থেকেই সুবিধা উপভোগ করতে পারবেন । 

রকেট মোবাইল অ্যাপ: অন্যান্য মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এর মতই রকেটের একটি নির্দিষ্ট মোবাইল হয়েছে যার মাধ্যমে রকেট মোবাইল ব্যাংকিং এর সমস্ত সুবিধা আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন। 

মোবাইল অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট সেবাসমূহ গ্রহণ করা তুলনামূলক সহজ। তবে এর সমস্যা হচ্ছে আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে রকেট অ্যাপ ব্যবহার করতে পারবেন না। 

রকেট একাউন্ট চেক করার কোড | Rocket account check code

অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেম এর মতই রকেটের ও একটি নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং কোড রয়েছে । যার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে আপনার মোবাইল ফোনের খেলার অপশন এ গিয়ে কোডটি ডায়াল করে আপনার রকেট একাউন্ট এর বর্তমান অবস্থা সম্বন্ধে জানতে পারবেন। 

রকেট একাউন্ট কোড: *322#

উপরোক্ত কোডটি আপনার মোবাইলের ডায়ালার অপশনে গিয়ে ডায়াল করলেই আপনি আপনার রকেট একাউন্ট এর সমস্ত অপশনগুলি দেখতে পাবেন। 

কোড ব্যবহার করে রকেটে টাকা দেখার নিয়ম | How to check Rocket account balance

উপরের অংশ থেকে আমরা জানতে পেরেছি রকেট একাউন্ট চেক করার কোড কি ।  এবং পোস্টের এই অংশে আমরা জানার চেষ্টা করবো যে রকেট একাউন্ট চেক করার কোড  *322#  ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক করবেন তা বিস্তারিত ভাবে জানবো। 

আপনার যদি একটি স্মার্টফোন নাও থাকে তাহলে আপনি রকেট একাউন্ট চেক করার কোড ব্যবহারের মাধ্যমে খুব সহজে আপনার বাটন ফোনেও আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক করতে পারবেন । 

রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন:

1. প্রথমে আপনার মোবাইলে ডায়ালার অপশনে গিয়ে *322#  লিখে ডায়াল করুন । 

2. এবার 5 নম্বর অপশনটি (My Acc) সিলেক্ট করুন 


5 নং অপশনটি সিলেক্ট করতে রিপ্লে বাটন ক্লিক করার পরে 5 লিখে সেন্ড করুন । 

3. এখন মাই অ্যাকাউন্ট এর অপশন গুলো থেকে 1 নং অপশন ব্যালেন্স (Balance) সিলেক্ট করুন। 

4. এবার আপনার কাছ থেকে আপনার রকেট একাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হবে, পিন নাম্বার দিয়ে সেট করুন। 

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনার রকেট একাউন্টের সঠিক পিন নম্বরটি দিয়ে দিলেই ফিরতি নোটিফিকেশনের মাধ্যমে আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালান্স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।   

অ্যাপ ব্যবহার করে টাকা দেখার নিয়ম | Check Rocket account balance using the Rocket app

অ্যাপ ব্যবহার করার মাধ্যমে রকেট একাউন্টে টাকা দেখা তুলনামূলক সহজ। তবে আপনি যদি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স অ্যাপের মাধ্যমে চেক করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে রকেটের অফিশিয়াল অ্যাপটি ইন্সটল থাকতে হবে।

আপনার মোবাইলে যদি রকেট অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে আপনি চাইলে খুব সহজেই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করার মাধ্যমে রকেট অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন । তবে অবশ্যই মনে রাখবেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 

রকেট অ্যাপ ইনস্টল করার পরে আপনার ফোনের লাঞ্চার থেকে অ্যাপটি ওপেন করুন। এবার আপনার যে সিমে রকেট একাউন্ট খোলা আছে সেটা নাম্বার এবং রকেট এর পিন কোড দিয়ে লগইন করুন। লগইন করার সাথে সাথে আপনাকে একটি ওটিপি কোড পাঠানো হবে, এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনি আপনার পরিচিতি নিশ্চিত করুন। 

 রকেট অ্যাপ এ সঠিক ভাবে লগইন করলেই আপনি আপনার হোম পেজে আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন। এবং সেইসাথে রকেট একাউন্টের সাথে সম্পর্কিত সমস্ত সেবাগুলোর অপশন দেখতে পাবেন। 

রকেট হেল্পলাইন নাম্বার | |Rocket helpline number

রকেট একাউন্টের সাথে সম্পর্কিত যেকোন তথ্য এবং লেনদেন সংক্রান্ত জানতে রকেট হেল্পলাইন নাম্বার কোন বিকল্প নেই। আপনি যদি আপনার রকেট একাউন্টে কোন ধরনের সমস্যায় পড়েন অথবা কোন তথ্য জানতে চান তাহলে খুব সহজেই রকেট হেলপ্লাইন নাম্বারের মাধ্যমে জানতে পারবেন । 

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার হলো: 16216

উপরোক্ত নাম্বারে ফোন করার মাধ্যমে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট সম্বন্ধে সকল তথ্য জানতে পারবেন। 

রকেট একাউন্ট খুলতে কি কি লাগে? | What you need to open a Rocket account

সাধারণত এজেন্টের কাছে গিয়ে রকেট একাউন্ট খুলতে হলে আপনার জাতীয় পরিচয় পত্র একটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে । এবং এগুলো নিয়ে রকেট এজেন্টের কাছে গেলেই তিনি আপনাকে আপনার রকেট একাউন্ট খুলে দিবেন ।  

রকেট অ্যাপ ব্যবহার করে নিজে নিজে একাউন্ট খুললেই বর্তমানে 25 টাকা বোনাস পাওয়া যাচ্ছে। নিউ জিপি অ্যাপ এর মাধ্যমে নিজে নিজে রকেট একাউন্ট খুলতে চান তাহলে আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে। নিচে আমি এগুলো বর্ণনা করলাম। 

রকেট একাউন্ট খুলতে জায়গা লাগে:

  1. জাতীয় পরিচয় পত্র 
  2. একটি মোবাইল যাতে  রকেট অ্যাপ ইনস্টল আছে 
  3. একটি সক্রিয় বাংলাদেশি সিম 
  4. ইন্টারনেট কানেকশন 

শেষ কথা 

তো বন্ধুরা এই ছিল রকেট একাউন্ট চেক কোড *322# এবং এই কোড ব্যবহার করে কিভাবে আপনি আপনার রকেট একাউন্ট চেক করবেন তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা । 

ভারতের রকেট একাউন্ট কোড *322# আপনার মোবাইলের অপশন থেকে ডায়াল করলেই আপনি রকেট একাউন্ট এর যাবতীয় অপশনসমূহ দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সার্ভিসটি ব্যবহার করতে পারবেন । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url