100 ওয়াট সোলার প্যানেলের দাম কত

 100 ওয়াট সোলার প্যানেলের দাম কত

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আজকে কথা বলবো 100 ওয়াট সোলার প্যানেলের দাম নিয়ে । সোলার প্যানেলের দাম নিয়ে আলোচনা করার আগে আপনাকে জানতে হবে সোলার সিস্টেম কি বা সোলার প্যানেল কীভাবে কাজ করে । আজকে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে তাই শেষ পর্যন্ত আর্টিকেল টি পরতে থাকুন । 

100 ওয়াট সোলার প্যানেলের দাম কত


100 ওয়াট সোলার প্যানেলের দাম কত

100 ওয়াট সোলার প্যানেলের দাম ৫০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে । তবে কোম্পানি ভেদে দামে কম বেশি হতে পারে । সোলার প্যানেল প্রতি ওয়াটের দাম ৫০ থেকে ১০০ টাকার মত । এই ক্ষেত্রে ১০০ ওয়াটের দাম এই রকম হতে পারে । এছাড়া ও বাংলাদেশের কোম্পানির সোলার প্যানেল এর দাম আরো কম । প্রতি ওয়াটের দাম ৫৫ থেকে ৭০ টাকার মধ্যে । তবে আপনি যে ব্রান্ডের সোলার প্যানেল কিনেন না কেন আগে IDCOL সারটিফাইড কিনা তাই দেখে নিবেন । 

সোলার প্যানেল নিয়ে বিস্তারিত কিছু আলোচনা 

সাধারণত দুই ধরনের সোলার প্যানেল বাজারে পাওয়া যায় । এসি সোলার প্যানেল এবং ডি সি সোলার প্যানেল । আজকে আলোচনা করবো ডিসি সোলার সিস্টেম নিয়ে । ডিসি সোলার প্যানেল স্থাপনের জন্য বেশ কয়েকটি উপাদান প্রয়োজন হয় যেমনঃ সোলার ১। প্যানেল সোলার ২।  স্ট্রাকচার ৩। রিচারজেবল ব্যাটারি ৪। প্রয়োজনীয় ইলেট্রিক তার এবং লাইট ফ্যান ইত্যাদি । এখন আপনাকে আগে হিসাব করতে হবে আপনি বাড়িতে কত ওয়াটের বিদ্যুৎ খরচ করবেন । যেমন যদি সিলিং ফ্যান ব্যবহার করেন এবং এর সাথে দুই টা লাইট ব্যবহার করেন তাহলে তো ব্যাটারি বেশি ভোল্টের লাগবে । এর কারনে সোলার প্যানেল এর শক্তি ও বেশি লাগবে । আপনি বিদ্যুৎ কত দিনের জন্য সংরক্ষন করবেন এই বিষয় টাও দেখতে হবে আপনি যদি ২ দিনের জন্য বিদ্যুৎ সংরক্ষন করতে চান তাহলে ১২ ভোল্ট এর ব্যাটারি হলেই চলবে । আমরা যদি দুই দিনের জন্য সংরক্ষণ করতে চাই তাহলে (২২.১০ Amp-Hrs d -1 )*২/০.৫=৮৮.৪ Amp-Hrs অর্থাৎ আমাদের

৯০ Amp-Hrs এর ব্যাটার হলেই হবে । এবার চলুন সোলার প্যানেল এর হিসাব করা যাক । বাজারে যে সমস্ত সোলার প্যানেল পাওয়া যায় মোটামুটি এই গুলো দিয়েই চলবে তবে আপনাকে ১০০ ওয়াট হিসাব করে নিতে হবে । 

শেষ কথা 

100 ওয়াট সোলার প্যানেলের দাম নিয়ে যেভাবে বলা হয়েছে আশা করি আপনি বিষয় টি বুঝতে পারবেন । কারন বাজারে সরাসরি ১০০ ওয়াট এর সোলার প্যানেল বিক্রি করে না । প্রতি ওয়াট ভাবে বিক্রি করে । আপনার বাড়িতে কত ওয়াট এর বিদ্যুৎ প্রয়োজন হবে সেই অনুযায়ী হিসাব করে সোলার প্যানেল কিনবেন । আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন আবার দেখা হবে । 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url