বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত । bkash money limit

 বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট - আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । বর্তমানে বাংলাদেশে এমন একজন মানুষ কে খুঁজে পাবেন না যে তিনি বিকাশ চিনে না বা বিকাশ এ একবার হলেও লেনদেন করে নাই । তবে বিকাশে লেনদেন করে থাকলেও আমাদের মধ্যে বিকাশ এর লেনদেন সম্পর্কে অনেক বিষয় অজানা । যেমন বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট, বিকাশে মোবাইল রিচারজ লিমিট, যেকোন ব্যাংক থেকে ক্যাশ আউট লিমিট, বিকাশে সরবচ্চো কত টাকা পাঠানো যায় ইত্যাদি । বিকাশে ক্যাশ ইন এবং ক্যাশ আউটের অনেক গুলো বিষয় আছে জেগুলো সম্পর্কে আজকের আর্টিকেল এ বিস্তারিত আলোচোনা হবে । তবে আজকের আলোচনার মূল টপিক বা বিষয় বস্তু হল বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট এই বিষয়ে । এছাড়াও বিকাশে লেনদেন এর সকল বিষয়ে এখানে কথা বলা হবে । তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক । 

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত । bkash money limit


বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কি

প্রতিমাসে বিকাশ পার্সোনাল একটি একাউন্ট থেকে কি পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন এইটাই হল বিকাশ লিমিট । 

যদি না বুঝে থাকেন বিকাশ লিমিট কি তাহলে নিচী বিস্তারিত ভাবে দেওয়া হল পড়ুন

আপনার যদি পার্সোনাল বিকাশ একাউন্ট থাকে তাহলে দুইটি উপায়ে লেনদেন করতে পারবেন একটি হল বিকাশ ক্যাশ ইন এবং সেন্ড মানি । আপনি প্রতি মাসে পার্সোনাল একাউন্ট থেকে প্রায় ২ লক্ষ্য ২৫ হাজার টাকার মত লেনদেন করতে পারবেন । এইটা গেল মাসিক লেনদেন লিমিট । পার্সোনাল একাউন্ট এর দৈনিক লিমিট ৩০ হাজার টাকা । আর দিনে আপনি সর্বোচ্চ ৫ বার ক্যাশ ইন করতে পারবেন ।


বিকাশ সেন্ড মানি এবং ট্র্যান্সফার মানি লিমিট কত 

বিকাশে সেন্ড মানি এবং ট্র্যান্সফার মানি লিমিট কত অবশ্যই আপনিও জানতে চান । আপনি প্রতিদিন পার্সোনাল একাউন্ট থেকে ৫০ বার সেন্ড মানি করতে পারবেন এবং প্রতি মাসে ১০০ বার সেন্ড মানি করতে পারবেন । 

পার্সোনাল একাউন্ট থেকে সর্বনিম্ন ১০ টাকা সেন্ড মানি করতে পারবেন এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন । 

প্রতি মাসে পার্সোনাল একাউন্ট সেন্ড মানি লিমিট ২ লক্ষ্য টাকা । 


বিকাশে মোবাইল রিচার্জ লিমিট 

বিকাশ থেকে আমরা প্রতিদিন বা মাঝে মধ্যে মোবাইল রিচার্জ করে থাকি কিন্তু অনেকেই জানি না বিকাশ মোবাইল রিচার্জ লিমিট কত টাকা । তাহলে চলুন নিচে দেখে নেই বিকাশ মোবাইল রিচার্জ লিমিট কত 

আপনার পার্সোনাল একাউন্ট থেকে প্রতিদিন ৫০  বার মোবাইল রিচার্জ করতে পারবেন ।

প্রতি মাসে ১৫০০ বার মোবাইল রিচার্জ করতে পারবেন । 


বিকাশ গ্রাহক তার নিজের একাউন্ট থেকে সর্বনিম্ন ১০ টাকা (জিপি সিমে ২০ টাকা) এবং সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত মোবাইল রিচারজ করতে পারবেন । 


পার্টনার ব্যাংক থেকে বিকাশ ক্যাশ আউট লিমিট 

বিকাশ গ্রাহক প্রতিদিন পার্টনার ব্যাংক থেকে ৫ বার ক্যাশ আউট করতে পারবেন । 

প্রতিমাসে সরবচ্চ ২০ বার ক্যাশ আউট করতে পারবেন । 

বিকাশ গ্রাহক সর্বনিম্ন ৩০০০ টাকা এবং সরবচ্চ ২০০০০ টাকা পার্টনার ব্যাংক থেকে ক্যাশ আউট করতে পারবেন । 

প্রতিদিন ২৫০০০ টাকা এবং প্রতি মাসে আপনি চাইলে ১৫০০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন । 

ব্রাক ব্যাংক এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট লিমিট

ব্রাক বাংক এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট চার্জ এজেন্ট এর মতোই । তবে এক্ষেত্রে বিকাশ ক্যাশ আউটে কিছুটা ছাড় দিয়ে থাকে । 

বিকাশ গ্রাহক সর্বনিম্ন ২৫০০ টাকা এবং সরবচ্চ ১০,০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন ব্রাক ব্রাংক এটিএম বুথ থেকে । 


বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স লিমিট

একজন বিকাশ গ্রাহক দিনে সর্বোচ্চ১০ বার লেনদেন করতে পারবেন এবং প্রতিমাসে ৫০ বার লেনদেন করতে পারবেন । 

বিকাশ গ্রাহক সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১২৫০০০ টাকা লেনদেন করতে পারবেন ২% সরকারি প্রণোদনাসহ । 


নিজে বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট দেখার নিয়ম 

নিজে বিকাশ পারসোনাল একাউন্ট লিমিট দেখার নিয়ম যদি না জানেন তাহলে নিচে দেখুন । এই তথ্য জানার জন্য আপনাকে বিকাশ এপ ইন্সটল করতে হবে আপনার ফোনে । বিকাশ এপে লগইন করার পর ডান কর্নার এ চাপ দিন এবং লিমিট লেখার উপর কিল্ক করুন । এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার নিজের প্রতিদিনের লিমিট এবং মাসিক লিমিট কত । 


বিকাশ এজেন্ট একাউন্ট লিমিট 

বিকাশ এজেন্ট থেকে সর্বোচ্চ৩০০০০ টাকা যেকোনো নাম্বারে সেন্ড করতে পারবেন । এর বেশি পারবেন না । বিকাশ এজেন্ট থেকে দিনে ৫ বার একই নাম্বারে ক্যাশ ইন করা যাবে । 

এছারা বিকাশ এজেন্ট এর নাম্বার কোন লিমিট নাই । বিকাশ এজেন্ট যত ইচ্ছা লেনদেন করতে পারবে এর ফলে প্রফিট বেশি হবে ।

 

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট লিমিট 

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের প্রতিদিন লিমিট হল ৩০,০০০ টাকা । 


বিকাশ মার্চেন্ট একাউন্ট ক্যাশ আউট লিমিট 

বিকাশ মার্চেন্ট একাউন্ট এর কোন লিমিট নেই । আপনার যত টাকা ইচ্ছা প্রতিদিন লেনদেন করতে পারবেন । বেশি টাকা লেনদেন করার জন্যই বিকাশ আপনাকে মার্চেন্ট একাউন্ট দিবে । তাহলে এখানে লিমিট দেওয়ার কোন প্রশ্ন আসে না । 

বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়

প্রতিদিন আপনার পার্সোনাল একাউন্ট থেকে সর্বনিম্ন ১০ থেকে এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেন্ড মানি  করতে পারবেন এবং প্রতি মাসে ৭৫,০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন । 


শেষ কথা 

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত এই বিষয়ে যদি কোন প্রশ্ন আপনার মনে থাকে তাহলে কমেন্ট এ জানাবেন । আর বিকাশ লেনদেন সম্পর্কে আশা করি কিছুটা হলে ও এই আর্টিকেল টি পরে জানতে পারছেন । সবাই ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url