মরিশাস ভিসার দাম কত এবং মরিশাস গার্মেন্টস ভিসা ২০২৩
মরিশাস ভিসার দাম কত - আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আজকে আলোচনা করবো মরিশাস ভিসার দাম কত, মরিশাস দেশ কেমন এবং মরিশাস এ টাকার মান কত ইত্যাদি বিষয় নিয়ে আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে । আপনি যদি মরিশাস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের আর্টিকেল টি ভালো ভাবে পড়ুন ।
মরিশাস ভিসার দাম কত
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই দেশে বেশি শ্রমিক যায় নাই । বেসরকারি ভাবে লোক নিয়োগ হলেও সরকারি ভাবে এখনো তেমন লোক যায় নাই মরিশাস এ । তবে সরকারি ভাবে লোক চাইলে আপনি তখন জেতে পারবেন । মরিশাস জেতে ভিসা সহ মোট খরচ হবে প্রায় ২ লক্ষ্য টাকার মতো ।
মরিশাস দেশ কেমন
আফ্রিকার দক্ষিন-পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্ মরিশাস । এই দেশ টি দ্বীপ রাষ্ট্র হওয়ায় এর ভূমি বেশ উর্বর । ফলে মরিশাসের প্রায় অর্ধেক ভূমি তে ফসল উৎপাদন করা হয় । তবে এখানকার প্রধান অর্থনীতি দাড়িয়ে আছে পোশাক শিল্প এবং পর্যটন শিল্পের উপর । আপনি চাইলে এই দেশে গার্মেন্টস ভিসা নিয়ে কাজের জন্য জেতে পারেন ।
মরিশাস গার্মেন্টস ভিসা ২০২৩
বর্তমানে মরিশাসে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করছে । প্রায় ৩০ হাজার শ্রমিক রয়েছে বাংলাদেশী । তবে আপনি যদি জেতে চান মরিশাস এ তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে । মরিশাসে কিছু দিন পর পর সরকারিভাবে কাজের ভিসার জন্য আবেদন করা হয় । আপনি ও আবেদন করতে পারেন । ইন্টারভিউ এর মাধ্যমে সরকারি ভাবে আপনি ও মরিশাসে জেতে পারেন । বিস্তারিত নিচে ভিডিও দেওয়া আছে দেখে নিন ।
মরিশাসে কাজের বেতন কেমন
আপনি যদি মরিশাসে গার্মেন্টস শ্রমিক হিসাবে জান তাহলে প্রথামিক ভাবে আপনার বেতন হবে ১৩০০ মরিশাস রুপি বা ৩০০ ডলার যা বাংলাদেশী টাকায় বর্তমান ৩০,০০০ টাকার মতো । তবে আপনার কাজের দক্ষতার উপর আপনার বেতন বৃদ্ধি পাবে । ১ বছর পর ৩৫ থেকে ৪০ হাজার টাকা আপনার বেতন হবে ।
মরিশাস সরকারি ভিসার সবচেয়ে বড় সুবিধা হল মরিশাসে আপনার থাকা খাওয়া এবং গার্মেন্টস এ যাতায়াত ভাড়া সবকিছু সরকার বহন করে ।
মরিশাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বাংলাদেশী বৈধ পাসপোর্ট থাকতে হবে । এক্ষেত্রে স্মার্ট পাসপোর্ট থাকলে ভালো হয় ।
- গার্মেন্টস এ কাজের অভিজ্ঞতার প্রমান কাগজপ্ত্র লাগবে ।
- আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে ।
- আপনার শিক্ষাগত যোগ্যতা কাগজপত্র থাকতে হবে ।
মরিশাস ১ রুপি বাংলাদেশের কত টাকা
মরিশাস ১ রুপি সমান বাংলাদেশী ২.৩২ টাকা ।
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল টি পরে বুঝতে পেরেছেন মরিশাস ভিসার দাম কত এবং মরিশাস যেতে কত টাকা লাগে । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত ।