বাসমতি চালের দাম ২০২২ । বাজারের সেরা বাসমতি চালের দাম কত
বাসমতি চালের দাম
আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই আছেন আশা করি ভালো আছেন । আপনার অনেকেই গুগল এ সার্চ দিয়ে জানতে চেয়েছেন বাসমতি চালের দাম কত বাংলাদেশে । বাংলাদেশের সবচেয়ে দামি এবং উন্নত মানের মান সম্মত চাল হল বাসমতি চাল । তাই এই চালের দাম সাধারণত চালের চেয়ে অনেক বেশি হয় । নিচে বাসমতি চালের দাম বাংলাদেশে কত আলোচনা করবো । তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ।
বাসমতি চালের দাম কত বাংলাদেশে
বাংলাদেশে বাসমতি চালের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি । বিভিন্ন ব্রান্ডের বাসমতি চালের দাম আলাদা হয়ে থাকে । যেমন জাজা ব্র্যান্ডের বাসমতী চালের ৫ কেজি প্যাকেট এর দাম ১,৫০০ টাকা অর্থাৎ প্রতি কেজি ৩০০ টাকা করে । বাংলাদেশে বেশ কয়েকটি জনপ্রিয় বাসমতি চালের ব্র্যান্ড পাওয়া যায় । যেমন কহিনুর বাসমতি রাইস, ফরচুন বাসমতি রাইস, এসিআই বাসমতি রাইস, মোজাম্মেল বাসমতি রাইস, ফ্রেশ বাসমতি রাইস, তীর বাসমতি রাইস, রূপচাঁদা বাসমতি রাইস, চাষী বাসমতি রাইস, প্রাণ(pran) বাসমতি রাইস
কহিনুর বাসমতি চালের দাম
কহিনুর বাসমতি চালের দাম ২৬০ টাকা প্রতি কেজি । তবে আপনাকে ৫ কেজি এর প্যাকেট কিনতে হবে ১ কেজি পাবেন না বাজারে । এছাড়াও ১০ কেজি, ২৫ কেজি এর প্যাকেট পাওয়া যায় বাজারে ।
পাকিস্থানি বাসমতি চালের দাম
পাকিস্থানি বাসমতি চালের দাম ৩২০ টাকা প্রতি কেজি । বাংলাদেশের চেয়ে পাকিস্থানের বাসমতি চালের দাম আরো বেশি । কারন এই চাল গুলো আরো লম্বা লম্বা এবং অনেক সুস্বাদু হয় ।
১ কেজি বাসমতি চালের দাম কত
বাংলাদেশে ১ কেজি বাসমতি চালের দাম ৩০০ টাকা । তবে ব্রান্ড বুঝে দাম রাখা হয় এর চেয়ে বেশি দামে ও বাসমতি চাল বাংলাদেশে পাওয়া যায় ।
বাসমতি চালের দাম ৫০কেজি
৫০ কেজি বাসমতি চালের দাম প্রায় ১৫,০০০ টাকা । তবে কেউ বাসমতি চাল ৫০ কেজি কিনে না । বেশির ভাগ মানুষ ৫ কেজি এর প্যাকেট কিনে বিরিয়ানি রান্না করার জন্য । বাসমতি চালের বিরিয়ানি অসাধারন হয় ।
ফরচুন বাসমতি চালের দাম
বাসমতি চাল কোথায় পাওয়া যায়
বাংলাদেশের যেকোনো বড় চালের দোকানে বাসমতি চাল পাওয়া যায় । এছাড়াও আপনি যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে দারাজে কিনতে পারেন । এখানে ও ভালো মানের চাল পাওয়া যায় ।
শেষ কথা
বাসমতি চালের দাম আশা করি জানতে পারছেন । আসলে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হয় । বর্তমান বাজার অনুযায়ী এই চালের দাম বৃদ্ধি পেতে পারে । তাই কেনার আগে ভালো করে দেখে নিবেন । সবাই ভালো থাকবেন বন্ধুরা আজ এ পর্যন্ত ।