আজকের ক্রিকেট খেলা লাইভ । টি২০ বিশ্বকাপ ২০২২ লাইভ কিভাবে দেখবেন
আজকের ক্রিকেট খেলা লাইভ । টি২০ বিশ্বকাপ ২০২২ সরাসরি দেখুন
আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আগামিকাল থেকে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ । টি২০ বিশ্বকাপ লাইভ খেলা বাংলাদেশ থেকে সরাসরি কিভাবে দেখবেন সব কিছু নিয়ে আলোচনা করা হবে । আজকের আর্টিকেল টি যদি আপনি পুরোপুরি পরেন তাহলে জানতে পারবেন কোন চ্যানেল এ টি ২০ বিশ্বকাপ ২০২২ লাইভ দেখানো হবে । টি২০ বিশ্বকাপ ২০২২ এর অফিশিয়াল কোন চ্যানেল আছে কিনা বাংলাদেশে জারা খেলা দেখাবে । তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক কিভাবে লাইভ ম্যাচ গুলো দেখবেন ।
মোবাইলে লাইভ ক্রিকেট খেলা দেখবেন কিভাবে
যেহেতু আমরা সবাই বর্তমানে স্মার্ট ফোন ব্যবহার করি এই কারনে প্রথমে মোবাইলে লাইভ ক্রিকেট খেলা দেখার বিষয় টি নিয়ে আলোচনা করি । মোবাইল লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য অনেক মাধ্যম আছে এর মধ্যে জেগুলো আমার কাছে সহজ এবং কোন ঝামেলা ছাড়া লাইভ ম্যাচ দেখা যাবে এই গুলো নিয়ে আলোচনা করবো ।
র্যাবিটহোলবিডি । rabbitholebd
প্রথমেই আমি এই প্ল্যাটফরম টি নিয়ে কথা বলবো কারন এখানে আপনি চাইলে বাংলাদেশ সহ প্রায় সকল ম্যাচ এবং টি২০ বিশ্বকাপ ২০২২ এর সব গুলো ম্যাচ বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন । এই জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইট অথবা এদের এপ টি মোবাইলে ইন্সটল করে ১ মাসের জন্য মাত্র ৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিশন কিনতে হবে । তাহলে আপনার কাজ শেষ । আপনি ক্রিকেট এর সকল ম্যাচ এই প্ল্যাটফরম থেকে দেখতে পারবেন । কোন প্রকার বিজ্ঞাপন আসবে না এই সাইটে ।
Gtv আজকের ক্রিকেট খেলা লাইভ
গাজী টিভি এবং র্যাবিটহোলবিডি এই দুইটা চ্যানেল এবার বাংলাদেশ থেকে অফিশিয়াল ভাবে টি২০ বিশ্বকাপ ২০২২ সরাসরি সম্প্রচার করবে । যদি র্যা বিটহোল থেকে দেখতে চান মোবাইল দিয়ে তাহলে সাবস্ক্রিপশন কিনতে হবে আর যদি ফ্রি তে দেখতে চান লাইভ ম্যাচ তাহলে গাজী টিভিতে টি২০ বিশ্বকাপ ২০২২ দেখতে পারেন ।
কিভাবে অনলাইনে ফ্রিতে টি২০ বিশ্বকাপ ২০২২ লাইভ ক্রিকেট খেলা দেখাবো
অনলাইনে লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হল ফেসবুক । আপনি চাইলে ফেসবুক থেকে দেখতে পারেন । আর যদি ফেসবুক থেকে না দেখতে চান তাহলে ভারতীয় কিছু চ্যানেল আছে ফ্রি তে দেখা যায় যেকোনো ম্যাচ কিন্তু সমস্যা হল এখানে প্রচুর বিজ্ঞাপন দেয় । এখান থেকে আপনি চাইলে টি ২০ বিশ্বকাপ ২০২২ সরাসরি দেখতে পারেন । এই ওয়েবসাইট এর নাম crichd.tv .
লাইভ টি২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার এপস
এছাড়াও আপনার নিজের মোবাইল এপস এর মাধ্যমেও টি২০ বিশ্বকাপ ২০২২ লাইভ খেলা দেখতে পারবেন ।
লাইভ নেট টিভি
এই এপের মাধ্যেম ক্রিকেট সহ যাবতীয় লাইভ ম্যাচ গুলো দেখতে পারবেন একদম ফ্রিতে । এই এপস এ কোন প্রকার টাকা লাগে না এবং রেজিস্ট্রেশন ও করতে হয় না । সুধু ইন্সটল করে দেখা শুরু করে দিবেন মোবাইল ।
শেষ কথা
তাহলে আগামীকাল থেকে টি২০ বিশ্বকাপ ২০২২ লাইভ ম্যাচ দেখুন এবং উপভোগ করুন । বাংলাদেশ থেকে যেকোনো লাইভ ম্যাচ দেখতে হলে উপরের দেওয়া ওয়েবসাইট বা এপ গুলো মোবাইল এ রাখুন । আশা করি সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে ।