২০২৩ সালের রোজা কত তারিখে । রোজার সময়সূচী ২০২৩
২০২৩ সালের রোজা কত তারিখে : আসসালাআমু অলাইকুম প্রিয় বন্ধুগন সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । দেখতে দেখতে ২০২২ সালের রোজার ঈদ অর্থাৎ ইদুল ফিতর, ইদুল আযহা চলে গেল । এখন আমরা সবাই চিন্তা করছি ২০২৩ সালের রোজা কত তারিখে শুরু হবে এই বিষয় নিয়ে । অনেকেই অনলাইনে সার্চ করতে শুরু করেছে ২০২৩ সালের রোজার সময়সূচী জানার জন্য । আজকে এই আর্টিকেল টি পরে আপনি জানতে পারবেন ২০২৩ সালে রোজা কত তারিখে, রমজান মাসের সময়সুচি ২০২৩, রোজার ঈদ কবে ২০২৩ সালে এবং রোজা সম্পর্কে আরো বেশ কিছু বিষয় । তাহলে বন্ধু গন আর দেরি না করে চলুন শুরু করা যাক ।
২০২৩ সালের রোজা কত তারিখে
২০২৩ সালে বাংলাদেশে রমজান শুরু হবে ২২ মার্চ বুধবার সন্ধ্যা থেকে এবং শেষ হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় । এই তারিখ টা ঠিক করা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী । তবে রোজা পালন করা শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভর করে । ঈদের ক্ষেত্রে ও একই ব্যাপার কারণ চাঁদ যদি একদিন পরে দেখা তাহলে একদিন পর থেকেই রমজান শুরু হবে । তাই বন্ধুরা এই ডেট একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ক্যালেন্ডার অনুসারে ।
২০২৩ সালের রোজার ক্যালেন্ডার
বাংলাদেশে এখনো অফিসিয়ালি ২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশিত করা হয় নাই । তাই যখন ইসলামিক ফাউন্ডেশন থেকে রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করা হবে আমি এই আর্টিকেল এ দিয়ে দিব । তাহলে রমজান মাসের ক্যালেন্ডার সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট টি নিয়মিত ভিসিট করুন ।
২০২৩ সালের রোজার সময়সূচী
২০২৩ সালে রমজান কবে শুরু হবে এবং রমজানের সময়সূচী ২০২৩ কোথায় পাবেন বন্ধুরা । সাধারনত বাংলাদেশের ইসলামিক সকল বিষয় নিয়ন্ত্রণ করে ইসলামিক ফাউন্ডেশন । এই সংস্থা থেকে প্রকাশ করা হয় রমজানের সময়সুচি, রোজার ঈদ এবং কুরবানির ঈদ ইত্যাদি বিষয়ে ।
রোজার ঈদ ২০২৩ কবে হবে
২০২৩ সালে ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে ২২ এপ্রিল শনিবার সন্ধ্যা পর্যন্ত রোজার ঈদ হবে । তবে রোজার ঈদ বা ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার উপর । সাধানত ইসলামিক সকল বিষয় চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে ।
২০২৩ সালে ঈদুল আযহা কবে
২০২৩ সালে ঈদুল আযহা হবে ২৮ জুন বুধবার সন্ধ্যা থেকে এবং শেষ হবে ২৯ জুন বৃস্পতিবার সন্ধ্যা পর্যন্ত । বিশেষ নোট ঈদুল আযহা চাঁদ দেখার উপর নির্ভরশীল।
রোজার ফজিলত
এতক্ষণ বন্ধুরা রমজান মাসের সময়সূচী এবং ২০২৩ সালে রোজার ঈদ কবে এই বিষয়ে আলোচনা করলাম । এখন কথা বলবো রোজার ফজিলত নিয়ে । রমজান মাস হল রহমত, বরকত এবং মাগফেরাতের মাস । এই মাসে সকল মুসলিম চায় পাপ থেকে মুক্তি পেতে । আল্লাহ এই মাসকে বিশেষ ফজিলত দিয়ে তৈরি করেছেন । হিজরি ক্যালেন্ডার এর ১২ টি মাসের মধ্যে ১ টি মাস পবিত্র কোরআন এ উল্লেখ্য আছে । সেটা হল রমজান মাস । তাই রমজান মাসের মর্যাদা অন্য মাসের চেয়ে অনেক গুন বেশি ।
রোজার ফরজ কয়টি
রোজার ফরজ হল ২ টি
নিয়ত করা
পানাহার এবং কামচার থেকে বিরত রাখা
রোজার নিয়ত বাংলা
রোজার নিয়ত আরবি: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ : হে আল্লাহ! আমি আজকের পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী
শেষ কথা
২০২৩ সালে রোজা কত তারিখে আশা করি জানতে পেরেছেন । এর সাথে আরো জানতে পেরেছেন ২০২৩ সালে রোজার ঈদ এবং কুরবানির ঈদ কবে । এছারাও ২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়ে ও উপরে আলোচনা করা হয়েছে । আজকের আর্টিকেল টি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কমেন্ট এ জানাবেন । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত ।