১ কাঠা সমান কত শতাংশ না জানা থাকলে জেনে নিন

 ১ কাঠা সমান কত শতাংশ

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । ১ কাঠা সমান কত শতাংশ এই আর্টিকেল টি পরে আপনি জমিজমা হিসাব টি জানতে পারবেন । কারন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হিসাব করা শতাংশে আবার কিছু এলাকায় হিসাব করা হয় কাঠা তে । তাই অনেকেই ১ কাঠা সমান কত শতাংশ এই হিসাব টি বুঝে না ।  আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে নিজের জমি নিজে হিসাব করে রাখাই ভাল হবে । এই বিষয় গুলো যদি আপনি নিজেই জানেন তাহলে আর অন্য এর কাছে যাওয়া লাগবে না । তাই আজকে কাঠা এবং শতাংশ নিয়ে সকল সমস্যা সমাধান এই আর্টিকেলে দেওয়া হবে । 

১ কাঠা সমান কত শতাংশ না জানা থাকলে জেনে নিন


১ কাঠা সমান কত শতাংশ

১ কাঠা সমান ১.৬৫ শতাংশ বা শতক । আবার অনেকেই জানি না ১ বিঘা সমান কত শতাংশ বা কত কাঠা সমান ১ বিঘা সকল কিছু আজকের আর্টিকেল এ দিয়ে দেওয়া হবে । ৩৩ শতাংশে ১ বিঘা হয় এবং ১ বিঘা সমান বিশ কাঠা । ১ কাঠা সমান কত শতাংশ এই টা জানলেন কিন্তু ১ শতাংশ সমান কত কাঠা এই টা কিন্তু বুঝতে পারবেন না তাই এইটাও দিলাম ১ শতাংশ সমান ০.৬০৫ কাঠা । 

জমি পরিমাপের জন্য প্রয়োজনীয় একক 

১ কাঠা সমান কত শতাংশ এই টা জানলেই আপনি সকল জমি পরিমাপ করতে পারবেন না । এই জন্য আরো এককের প্রয়োজন হয় । যেমন ১ বিঘা সমান কত বর্গলিংক এছাড়াও আরো বেশ কয়েকটি একক আছে জেগুলো জমি পরিমাপ করতে ব্যবহার করা হয় নিচে একক গুলো দেওয়া হল । 

এক নজনে বিঘা কাঠার সূত্র:

১ বিঘা = ২০ কাঠা

১ বিঘা = ৩৩ শতাংশ

১ বিঘা = ৩৩০০০ বর্গলিং র্গ ক

১ বিঘা = ৬৪০০ বর্গহার্গ ত

১ বিঘা = ১৬০০ বর্গগজর্গ

১ বিঘা = ১৪৪০০ বর্গফুর্গফুট

১ বিঘা = ১৩৩৮ বর্গমির্গ টার

১ বিঘা = ৮০ হাত

১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।

১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।

একর - শতাকের হিসাব ব্যাখ্যা

১ শতক = ১ একরের ১০০ ভাগের একভাগ।

১ শতক = ০.১ বর্গ চের্গ ইন

১ শতক = ১০০০ বর্গ লিং র্গ ক

১ শতক = ৪৩৫.৬ বর্গফুর্গফুট

১ শতক = ১৯৩.৬ বর্গহার্গ ত

১ শতক = ৪৮.৪০ বর্গগজর্গ

১ শতক = ৪০.৪৭ বর্গমির্গ টার

১ শতক = ২ কড়া

সরকরি মাপে :

 ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে =

০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মপে (মহানগরীর বাইরে): ৩০ শতাংশ = ২০

কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা।


শেষ কথা 

১ কাঠা সমান কত শতাংশ সহ আরো জমি পরিমাপের সকল একক নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে । তাই আশা করি জমির পরিমাপ বুঝতে আপনার আর কোন সমস্যা হবে না । আপনি এই একক গুলো শিখলেই জমি পরিমাপ করতে পারবেন । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url