ব্রণ দূর করার ঔষধের নাম । মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম

 ব্রণ দূর করার ঔষধের নাম

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । প্রিয় পাঠক গন আজকে আলোচনা করবো এমন একটি টপিক নিয়ে এই সমস্যা টি বেশির ভাগ মানুষ এর হয়েছে একবার হলেও । কারন ছেলে মেয়ে উভয় এর মুখে ব্রণ হয় বয়ঃসন্ধি কালে । অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের ফেস নষ্ট করে ফেলি । এই জন্য আমি আপনাদের সঠিক পরামর্শ দিব । এখানে মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম, মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম এবং ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম দিয়ে দিব । এই গুলো ব্যবহার করলে আশা করি আপনার মুখের ব্রণ ঠিক হয়ে যাবে । 


ব্রণ দূর করার ঔষধের নাম । মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম

ব্রণ দূর করার ঔষধের নাম

গুগলে একটু ঘাঁটাঘাঁটি করলে আপনি বিভিন্ন ধরনের ব্রণ দূর করার ঔষধের নাম পাবেন । এছাড়াও আজকাল বাজারে ব্রণ দূর করার ক্রিম পাওয়া যায় । কিন্তু বিষয় হল আপনি কোন ক্রিম বা ঔষধ টি ব্যবহার করবেন । এখানে কিছু উন্নত মানের মান সম্মত ঔষধের নাম দেওয়া হবে । যাদের ত্বক বেশি সেনসিটিভ তাদের জন্য লোশন এবং ক্রিম ব্যবহার করাই ভালো এবং যাদের ত্বক তৈলাক্ত তাদের আলকোহল যুক্ত জেল ব্যবহার করা ভালো হবে । 

নিচে বেশ কয়েকটি ডোসের  নাম এবং ব্যবহার বিধি দেওয়া হল 

Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%

 ১২ বছর এর বেশি বয়সীদের ব্রণ এর চিকিৎসা করানোর জন্য এই জেনেরিক ঔষধ ব্যবহার করা হয় । এটি শুধু মাত্র ত্বকে ব্যবহার করা হয় । তবে অবশ্যই রেজিস্ট্রাড ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এই ঔষধ ব্যবহার করতে হবে । 

Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5% এই ঔষধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া 

  • অস্বস্থিকর অনুভূতি হওয়া
  • শুষ্কতা
  • ত্বকের উপরের ভাগ উঠে যাওয়া 
  • ইরাইথেমা

Clindamycin 1% 

এই ঔষধ টি ব্রণ এর চিকিৎসা করতে ব্যবহার করা হয় । শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার যোগ্য । আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে এই ঔষধ টি আপনার জন্য প্রযোজ্য নয় । 

এই ঔষধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে 

  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া
  • ইরাইথাম
  • চুলকানি 
  • কাশি 
  • ডায়রিয়া
  • সাইনোসাইটিস 

আরো কিছু ঔষধের নাম দেওয়া হল 

Clindacin Lotion 1% (Clindamycin 1%)

Clindax Lotion 1% (Clindamycin 1%)

Clinex 1% w/v (Clindamycin 1%)

Acnegel (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)

Adaben Duo Gel (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)

Fona Plus (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)

Nomark (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)

ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম

ছেলেদের মুখের স্কিন মেয়েদের থেকে আলাদা হয়ে থাকে তাই ব্রণ দূর করার ঔষধ ও আলাদা । ছেলেদের মুখের ব্রণ দূর করার জন্য বেশ কয়েকটি ক্রিম এর নাম নিচে দেওয়া হল 

Pond’s Men Oil Control Face Wash

Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash

Nivea Whitening Oil Control Moisturizer for Men

Garnier Men Oil Clear Fairness 

মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম

বাংলাদেশে যে সমস্ত ক্রিম বা ঔষধ পাওয়া যায় এ গুলো যদি আপনি ব্যবহার না করতে চান তাহলে বিদেশি ঔষধ ব্যবহার করতে পারেন । মেয়েদের মুখের ব্রণ দূর করার জন্য কয়েকটি বিদেশি ঔষধের নাম নিচে দেওয়া হল 

Differin Adapalene Gel 0.1% Acne Treatment

The Ordinary Retinol 0.5% in Squalane

Kamedis Acne Spot Treatment with Salicylic Acid (2%)

Clean & Clear Advantage Acne Spot Treatment

Neutrogena On-the-Spot Acne Treatment

La Roche-Posay Effaclar Duo Dual Action Acne Spot Treatment

Kiehl’s Since 1851 Breakout Control Targeted Acne Spot Treatment

Mario Badescu Drying Lotion

Eau Thermale Avene Cleanance Expert Lotion Treatment

Murad Rapid Relief Acne Spot Treatment

Dermalogica Retinol Acne Clearing Oil 

অবশ্যই এই ঔষধ গুলো ব্যবহার করার আগে ডাক্তার এর পরামর্শ নিবেন । 

মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম 

বাজারে মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম পাওয়া যায় । এই ক্রিম গুলো মুখের জন্য পারফেক্ট কিনা জানতে হবে ।  এর মধ্যে ভালো ক্রিম গুলোর নাম নিচে দেওয়া হল 

Mankind Acnestar removal gel

The Body Shop Tea Tree Skin Clearing Face Wash

Clean & Clear Pimple Clearing Face War

Nivea Men Dark Spot Reduction Face Wash

পিঠের ব্রণ দূর করার ঔষধের নাম 

আমাদের মুখের ব্রণ অনেক সময় পিঠে হয়ে থাকে । আর এই পিঠের ব্রণ অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে । তবে বাজারে পিঠের ব্রণ দূর করার জন্য তেমন কোন ঔষধ পাওয়া যায় । আপনি ডাক্তার এর পরামর্শ নিয়ে উপরের ঔষধ গুলো ব্যবহার করতে পারেন ।  


শেষ কথা 

ব্রণ দূর করার ঔষধের নাম গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে । ব্রণ দূর করার ক্রিম বা ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিবেন কারন আপনার ফেস এর স্কিন কতটুকু সংবেদনশীল এইটা কিন্তু আপনি জানেন না । ডাক্তার দ্বারা পরিক্ষা করার পর পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করবেন । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত । 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url