আই ফোন ১৪ দাম কত বাংলাদেশ । iPhone 14 price in bd 2023
আই ফোন ১৪ দাম কত বাংলাদেশ - হ্যালো বন্ধুরা আসসালামু অলাইকুম সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আর্টিকেল এর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন ফোন নিয়ে আলোচনা করবো । আজকে কথা বলবো আই ফোন ১৪ দাম নিয়ে । আজকের আর্টিকেল টি পরে আপনি জানতে পারবেন আই ফোন ১৪ দাম কত, এই ফোনে ডিসপ্লে কত বড় এবং কয়টি রিয়ার ক্যামেরা রয়েছে । এছাড়াও আরো অনেক কিছু জানতে পারবেন । তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ।
আই ফোন ১৪ দাম কত বাংলাদেশ
আই ফোন ১৪ ১২৮ জিবি বাংলাদেশে দাম ১৪৬,৯৯৯ টাকা মাত্র । চার টি আলাদা রঙে এই ফোন টি আপনি বাজারে পাবেন । মিড নাইট, পারপাল, স্টারলাইট এবং ব্লু । এই ফোন টিতে রয়েছে গ্লাস ব্যাক, এলুমিনিয়াম ডিজাইন এবং সিরামিক সেল্ড ফ্রন্ট । তিনটি ভ্যারিয়েন্ট এ আই ফোন ১৪ বাজারে পাওয়া যাবে । ১২৮ জিবি ,২৫৬ জিবি এবং ৫১২ জিবি ।
আই ফোন ১৪ ডিজাইন এবং ডিসপ্লে
আই ফোন ১৪ তে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্স ডি আর ডিসপ্লে । এছাড়াও এই ডিসপ্লে টিতে ক্রাভ ডিজাইন করা হয়েছে । এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়াটার রেসিস্ট্যান্স এবং ডাস্ট রেসিস্ট্যান্স । ৬ মিটার পানির নিচ পর্যন্ত এবং ৩০ মিনিট পানির নিচে রাখা যাবে আই ফোন ১৪ । এই ফোনের উচ্চতা ৫.৭৮ ইঞ্চি এবং ওজন ১৭২ গ্রাম ।
আই ফোন ১৪ এর চিপ
আই ফোন ১৪ তে ব্যবহার করা হয়েছে এ ১৫ বায়োনিক চিপ এবং এতে রয়েছে ৬ কোর সিপিইউ । এছাড়াও গ্রাফিক্স প্রসেসর রয়েছে ৫ কোর জিপিইউ । আরো ব্যবহার করা হয়েছে ১১৬ কোর নিউরাল ইঞ্জিন ।
ক্যামেরা
আই ফোন ১৪ তে রয়েছে ১২ মেগাপিক্সেল এর দুই টি ক্যামেরা । একটি মেইন ক্যামেরা এবং অন্য টি ওয়াইড এঙ্গেল ক্যামেরা । ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ পাবেন । আরো রয়েছে ২ এক্স অপটিক্যাল জুম এবং ৫ এক্স ডিজিটাল জুম । এছাড়াও রয়েছে ট্রু টোন ফ্ল্যাশ, ফোটেনিক ইঞ্জিন, ডিপ ফিউশন এবং এইচ ডি আর ৪ । আপনি এই ক্যামেরা দিয়ে ৪ কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন ৬০ এফ পি এস পর্যন্ত ।
আই ফোন ১৪ এর সামনে সেলফি তোলার জন্য রয়েছে ট্রু ডেপ্তহ ১২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা । এই ক্যামেরা তে ব্যবহার করা হয়েছে অটো ফোকাস এবং ফোকাস পিক্সেল সিস্টেম । আই ফোনের সামনে ক্যামেরা ফিচার এবং রিয়ার ক্যামেরা এর ফিচার সব গুলো একই রকম । তেমন কোন ভিন্নতা নেই ।
অপারেটিং সিস্টেম এবং ব্যাটারি
আই ফোন ১৪ তে ব্যবহার করা হয়েছে আই ও এস ১৬ । এই ফোনে ব্যাটারি রয়েছে ৪৩০০ মিলিএম্পিয়ার এর ইন বিল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি । এই ফোনে আরো রয়েছে ১৫ ওয়াট এর ওয়্যারলেস চারজিং এবং ২০ ওয়াট ইউএসবি টাইপ সি ক্যাবল চারজার ।
আই ফোন ১৪ ফোনের ফুল স্পেসিফিকেশন
মডেল | আই ফোন ১৪ |
দাম | ১৪৬,৯৯৯ টাকা |
ডিসপ্লে সাইজ | ৬.১ ইঞ্চি |
ডিসপ্লে রেজুলেসন | ২৫৩২*১১৭০ পিক্সেল |
ডিসপ্লে কোয়ালিটি | সুপার রটিনা এক্স ডি আর |
পানি প্রতিরোধী | আই পি ৬৮ |
চিপ | এ ১৫ বায়োনিক |
সিপিইউ | ৬ কোর |
জি পি ইউ | ৫ কোর |
নিউরাল ইঞ্জিন | ১৬ কোর |
ফ্রন্ট ক্যামেরা | ১২ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ১২+১২ মেগাপিক্সেল |
ফ্ল্যাশ | ট্রু টোন |
ভিডিও রেজুলেসন | ৪ কে |
সেফটি | ইমারজেন্সি সস ভায়া স্যাটালাইট |
নেটওয়ার্ক | ৫ জি |
ব্যাটারি | ৪৩০০ এম এ এইচ লিথিয়াম আয়ন |
ওয়্যারলেস চারজার | ১৫ ওয়াট |
ইউ এস বি চারজার | ২০ ওয়াট |
অপারেটিং সিস্টেম | আই ও এস ১৬ |
শেষ কথা
আই ফোন ১৪ দাম কত বাংলাদেশে আশা করি বন্ধুরা জানতে পেরেছেন আর্টিকেল টি পরে । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে ।