চাকরী এবং বিয়ের জন্য বাংলায় বায়োডাটা লেখার নিয়ম pdf সহ

বায়োডাটা লেখার নিয়ম - হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আজকে কথা বলবো বায়োডাটা লেখার নিয়ম নিয়ে । বায়োডাটা আসলে কি, বায়োডাটা কেন লিখতে হয়, বিয়ের জন্য বায়ো ডাটা লেখার নিয়ম, ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম সহ বায়োডাটা লেখার বিষয়ে সকল কিছু আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে । এই জন্য আর দেরি না করে চলুন শুরু করা যাক । 
 
চাকরী এবং বিয়ের জন্য বাংলায় বায়োডাটা লেখার নিয়ম pdf সহ


বায়োডাটা লেখার নিয়ম

বায়োডাটা এর অর্থ হল জীবন বৃত্তান্ত । সাধারণত বিয়ে এবং চাকরী এর ক্ষেত্রে বায়োডাটা প্রয়োজন হয় । বায়ো ডাটাতে কি ধরনের তথ্য দিতে হয় । আসলে বায়ো ডাটা আপনার পরিচয় বহন করে । যেমন আপনার কি, আপনার বাসা কোথায়, বাবা-মায়ের নাম, আপনার ধর্ম ইত্যাদি বিষয়ে বায়ো ডাটা তে ইনফরমেশন বা তথ্য দিতে হয় ।  

বাংলায় বায়োডাটা লেখার নিয়ম

আমরা যেহেতু বাংলাদেশি এই কারনে অনেকেই বাংলায় বায়ো ডাটা লেখার নিয়ম জানতে চান । সিভি বানানোর নিয়ম আর বায়ো ডাটা লেখার নিয়ম একই । নিচের দেওয়া এই কয়েকটি বিষয়ের উপর আপনাকে তথ্য দিতে হবে বায়ো ডাটাতে । 

বায়ো ডাটা DOC file   PDF File 

  1. নিজের নামঃ
  2. বাবার নামঃ 
  3. মায়ের নামঃ 
  4. বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাঃ 
  5. জন্ম তারিখঃ
  6. ধর্মঃ
  7. জাতীয়তাঃ
  8. ফোন নাম্বারঃ
  9. কাজের অভিজ্ঞতাঃ
  10. সিগনেচার ও তারিখঃ 
উপরের এই বিষয় গুলো ফিল আপ করলে আপনার বায়ো ডাটা লেখা হয়ে গেল আশা করি ।


 
বায়োডাটা এর অর্থ হল জীবন বৃত্তান্ত । সাধারণত বিয়ে এবং চাকরী এর ক্ষেত্রে বায়োডাটা প্রয়োজন হয় । বায়ো ডাটাতে কি ধরনের তথ্য দিতে হয় । আসলে বায়ো ডাটা আপনার পরিচয় বহন করে । যেমন আপনার কি, আপনার বাসা কোথায়, বাবা-মায়ের নাম, আপনার ধর্ম ইত্যাদি বিষয়ে বায়ো ডাটা তে ইনফরমেশন বা তথ্য দিতে হয় ।


ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম

ইংরেজিতে বায়োডাটা লেখার আগে আপনাকে একটি বিষয় ভালো ভাবে জানতে হবে বায়োডাটাতে যেন কোন প্রকার গ্রামাটিকাল ভুল না হয় । আপনি যদি চাকরীর ক্ষেত্রে ভুল বায়ো ডাটা দেন তাহলে কিন্তু চাকরী আগেই না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম নিচের ছবি থেকে দেখে নিন বন্ধুরা । 

চাকরির বায়োডাটা লেখার নিয়ম

সাধারণত চাকরীর ক্ষেত্রে বায়োডাটা একটু আলাদা হয়ে থাকে । চাকরীর বায়োডাটাতে আরো একটু বেশি তথ্য যুক্ত করতে হয় । আপনার পেশাগত লক্ষ্য, শিক্ষাগত যোগ্যতা, অতীত চাকরীর অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এই গুলো সহ দিতে হয় । নিচে চাকরীর বায়োডাটা লেখার নিয়ম PDF সহ দেওয়া হল দেখে নিন । 

বিয়ের জন্য বায়োডাটা লেখার নিয়ম

তাহলে বিয়ের জন্য কিভাবে বায়োডাটা লিখবেন বন্ধুরা । বিয়ের ক্ষেত্রে বায়োডাটাতে আরো কিছু তথ্য দিতে হয় । নিচে বিয়ের জন্য বায়োডাটা লেখার নিয়ম দেখে নিন । বিয়ের বায়োডাটা পাত্রী এবং পাত্র উভয় কেই লিখতে হয় ।

বিয়ের বায়ো ডাটা ডাউনলোড করুন 

পাত্র এর বায়ো ডাটা নমুনা 

  1.  নাম
  2. শিক্ষাগত যোগ্যতা
  3. উচ্চতা
  4. জন্মতারিখ
  5. গায়ের রং
  6. পেশা
  7.  পিতা ও মাতার নাম
  8. বোন (১)
  9. বর্তমান ঠিকানা
  10. গ্রামের বাড়ি
  11. বড় চাচা
  12. মেজো চাচা
  13. ছোট চাচা
  14. দাদা
  15. বড় মামা
  16. ছোট মামা
  17. নানা
  18. বাড়ি
  19. যোগাযোগের মোবাইল

পাত্রীর বায়োডাটা তে যে সমস্ত তথ্য দিতে হবে নিচে দেওয়া হল 

  1.  নাম
  2. শিক্ষাগত যোগ্যতা
  3. উচ্চতা
  4. জন্মতারিখ
  5. গায়ের রং
  6. পিতা ও মাতার নাম
  7. ভাই (১)
  8. বর্তমান ঠিকানা
  9. গ্রামের বাড়ি
  10. বড় চাচা
  11. মেজো চাচা
  12. ছোট চাচা
  13. দাদা
  14. বড় মামা
  15. ছোট মামা
  16. নানা
  17. বাড়ি
  18. যোগাযোগের মোবাইল 


শেষ কথা 
বায়োডাটা লেখার নিয়ম আশা করি জানতে পেরেছেন । এর সাথে আরো জানতে পেরেছেন কিভাবে বিয়ের জন্য বায়ো ডাটা লিখবেন । তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে । সবাই ভালো থাকবেন । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url