Vivo V23 Pro এর দাম বাংলাদেশে । vivo v23 pro curved display phone price in bd

Vivo V23 Pro এর দাম বাংলাদেশে - আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন ।vivo v23 pro দাম কত বাংলাদেশে । এই ফোন টি এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে ছাড়া হয় নাই । তাই অফিশিয়াল দাম বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না । তবে এই ফোন টি যেহেতু ভারতের বাজারে লঞ্চ করেছে । তাই ভারতের দাম অনুযায়ী একটি দাম অনুমান করা হচ্ছে । আজকে এই ফোন টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো । 


Vivo V23 Pro এর দাম বাংলাদেশে


Vivo V23 Pro এর দাম বাংলাদেশে

বাংলাদেশে vivo v23 pro এর দাম ৪৪,০০০ টাকার মতো হবে । এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ত্রিমাত্রিক কার্ভ ডিস্প্লে । যা দেখতে সত্যিই অসাধারণ লাগবে । দুই টি ভ্যারিয়েন্ট এ এই ফোন টি আপনি পাবেন । ৮ জিবি র্যা ম এবং ১২ জিবি র্যা ম । ৮ জিবি র্যা মের সাথে থাকছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি র্যা মের সাথে থাকছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ । নিচে চলুন বিস্তারিত দেখে নেই । 


ডিজাইন এবং ডিসপ্লে

vivo v23 pro তে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এমো এল ই ডি মাল্টি টাচ ত্রিমাত্রিক কার্ভ ডিসপ্লে । এটি ভারতে প্রথম ফোন এর রং পরিবর্তন হয় । এই ফোনের থিকনেস ৭.৩৬ মিলিমিটার এবং ওজন ১৭১ গ্রাম । এই ফোনের ব্যাক ম্যাটারিয়াল গ্লাস দিয়ে তৈরি করা । 



vivo v23 pro ব্যাসিক ফিচার 

এই ফোনে প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমান্সিটি ১২০০ এবং র্যা ম রয়েছে ৮ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে ১২৮ জিবি । এই ফোনে অপারেটিং সিস্টেম রাখা হয়েছে এন্ড্রয়েড ১২ এর উপর ফানটাচ ১২ ব্যবহার করা হয়েছে । এছারাও ফোন টিতে রয়েছে ৪৩০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চারজার । যা দিয়ে আপনি ১ ঘণ্টার কম সময়ে ফোন ১০০% চার্জ করে নিতে পারবেন । আপনি দুই টি রঙে বাজারে পাবেন স্টারডাস্ট ব্ল্যাক এবং সানসাইন গোল্ড । 

ক্যামেরা 

vivo v23 pro তে ক্যামেরা রয়েছে মোট ৫ টি । সেলফি ক্যামেরা দুই টা এবং রিয়ার ক্যামেরা তিনটা । সেলফি ক্যামেরা তে রয়েছে ৫০ মেগাপিক্সেল এ এফ এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল । আর রিয়ার ক্যামেরা তে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল এর এ এফ, ৮ মেগাপিক্সেল এর ওয়াইড এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা । এছারাও এই ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার ফ্ল্যাশ এবং সামনে দুইটি স্পটলাইট । যা আপনার সেলফি কে আরো পারফেক্ট করবে । 

vivo v23 pro ফুল স্পেসিফিকেশন এবং ফিচার 

মডেল

vivo v23 pro

দাম

৪৪,০০০ টাকা

ডিসপ্লে

৬.৫৬ ইঞ্চি

র‍্যাম

৮ জিবি

স্টোরেজ

১২৮ জিবি

প্রসেসর

মিডিয়াটেক

অপারেটিং সিস্টেম

এন্ড্রয়েড ১২

নেটওয়ার্ক

৫ জি

ফ্রন্ট ক্যামেরা

৫০+৮

ব্যাক ক্যামেরা

১০৮+৮+২

ক্যামেরা ফিচার

রিয়ার ফ্ল্যাশ এবং স্পটলাইট

ব্লুটুথ

৫.২

ওয়াইফাই

৫ গিগাহার্জ

কালার

Stardust Black & Sunshine Gold

ব্যাটারি

৪৩০০ মিলিএম্পিয়ার

চারজার

৪৪ ওয়াট

ওজন

১৭১ গ্রাম



শেষ কথা 

Vivo V23 Pro এর দাম বাংলাদেশে কত আশা করি জানতে পেরেছেন । সবাই ভালো থাকবেন । এই আর্টিকেল এর সমস্ত তথ্য ভিভো ইন্ডিয়া এর অফিশিয়াল সাইট থেকে সংগ্রহ করা । তাই আপনিও চাইলে দেখে নিতে পারেন । সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত । 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url