বাংলাদেশে vivo y30 দাম কত 2023 । ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ
বাংলাদেশে vivo y30 দাম 2023 : আসসালামু অলাকুম সবাই কেমন আছেন বন্ধুরা । আজ আলোচনা করবো Vivo y30 দাম কত বাংলাদেশে । ভিভো y30 ফোনে কি কি ফিচার রয়েছে এবং র্যানম কয় জিবি ইত্যাদি নিয়ে আজকের আলোচনা থাকবে । আপনি যে দামে ফোন কিনতে চাচ্ছেন এই দামের মধ্যে ভিভো y30 নিতে পারবেন । বেশির ভাগ বাংলাদেশের মানুষ র্যারম এবং ক্যামেরার দিক বেশি ফোকাস করে । কম দামের মধ্যে ভালো ক্যামেরা এবং বেশি র্যাএম লাগবে । এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাযম এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা । এছাড়াও আরো রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর বিশাল ব্যাটারি । তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনাতে আসা যাক ।
বাংলাদেশে vivo y30 দাম কত 2022
বাংলাদেশে vivo y30 দাম ১৬,৯৯০ টাকা । বর্তমানে সকল ফোনের দাম বৃদ্ধি পেয়েছে ৫% হারে । এই জন্য এই ফোনের দাম ও কিছুটা বাড়তে পারে । ভিভো y30 ফোনটি প্রথম বাংলাদেশে আসে ২০২০ সালের মে মাসের দিকে । কিন্তু এই ফোন লঞ্চ হওয়ার পর থেকেই বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । তাই এখনো অনেকেই কেনার জন্য ইন্টারনেটে সার্চ করে ভিভো Y30 বাংলাদেশ প্রাইস লিখে । Vivo y30 দাম কত উপরে দেখে নিন ।
ডিসপ্লে এবং ডিজাইন
ভিভো y30 ফোনে রয়েছে ৬.৪৭ ইঞ্চি এর এল সি ডি মাল্টি টাচ ডিসপ্লে । দুই রঙে এই ফোন টি বাজারে পাবেন মুনস্টোন হোয়াইট এবং ইমারেল্ড ব্ল্যাক । ফোনের থিকনেস ৯.১ এম এম এবং ওজন ১৯৭ গ্রাম ।
প্রসেসর এবং স্টোরেজ
ভিভো y30 ফোনে র্যা ম রয়েছে ৪ জিবি এবং স্টোরেজ ৬৪ জিবি । প্রসেসর ব্যবহার করা হয়েছে MT6765 । এছাড়াও গেমিং প্রসেসর রয়েছে এই ফোনে যার ফলে অনেক ভাল গেমিং পারফমেন্স পাবেন ।
ক্যামেরা
ভিভো y30 তে ক্যামেরা রয়েছে মোট চারটি । প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং এর সাথে তিনটি অয়াইড এঙ্গেল এবং ম্যাক্রো ক্যামেরা রয়েছে । সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা ও রাখা হয়েছে ।
ব্যাটারি এবং কানেক্টিভিটি
এই ফোনে ব্যাটারি রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর এবং টাইপ সি ১৮ ওয়াট এর ফাস্ট চারজিং সিস্টেম । কানেক্টিভিটি এর জন্য রয়েছে ব্লুটুথ ভার্সন ৫ এবং ৫ গিগাহার্জ এর ওয়াইফাই ।
Vivo y30 দাম এবং ফুল স্পেসিফিকেশন
ব্র্যান্ডঃ ভিভো
মডেলঃ ভিভো y30
দামঃ ১৬,৯৯০ টাকা
র্যামঃ ৪ জিবি
স্টোরেজঃ ৬৪ জিবি
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
ডিসপ্লে সাইজঃ ৬.৪৭ ইঞ্চি
অপারেটিং সিস্টেমঃ ফান টাচ ১০
প্রসেসরঃ MT6765
ক্যামেরা ফ্ল্যাশঃ রিয়ার ফ্ল্যাশ
ইউএসবিঃ টাইপ সি
ও টি জিঃ আছে
নেটওয়ার্কঃ ৪ জি
সেন্সরঃ আছে
জিপিএসঃ আছে
ব্যাটারিঃ ৫০০০ মিলি এম্পিয়ার
ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ
আমার মতে এই দামের মধ্যে এর চেয়ে ভাল ফোন আপনি পাবেন না । কারন এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা । এর সাথে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি । তাহলে বুঝতেই পারছেন কেন কিনবেন এই ফোন আপনি ।
vivo y30 র্যাম এবং স্টোরেজ কত জিবি
এই ফোনের র্যাম ৪ জিবি এবং স্টোরেজ ৬৪ জিবি
শেষ কথা
বাংলাদেশে vivo y30 দাম নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট এ জানাবেন । vivo y30 বাংলাদেশ প্রাইজ কম হলেও এই ফোনে অনেক ভাল কিছু রয়েছে । কারন এই ফোন দিয়ে গেমিং থেকে শুরু করে এডভান্স লেভেল এর কাজ ও করতে পারবেন । সবাই ভাল থাকবেন আজ এই পর্যন্ত ।