বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম | how to deactivate banglalink sim

 

how to deactivate sim card permanently, How to remove SIM from NID, How to disable Banglalink SIM,

how to deactivate banglalink sim :

আসসালামু আলাইকুম বন্ধুরা! আশা করি সবাই ভাল আছেন। আপনার যদি একাধিক বাংলালিংক সিম থাকে এবং আপনি যদি আপনার বারটি সিমেগুলি বন্ধ করতে চান তাহলে আজকের এই পোস্ট টি আপনার জন্যে। আজকের এই পোস্টে আমি আপনাদের বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাব। 

আমাদের মধ্যে অনেকেই আছে কারা বিভিন্ন সময় এ বিভিন্ন কারণে একাধিক সিম কিনে থাকি। কিন্তু দেখা যায় যে অনেকেই ২ টা বা তার অধিক ৩ টা সিম ব্যবহার করে থাকি। আর অন্যান্য সিমগুলো সেভাবে ব্যবহার করা হয়ে ওঠে না। তাই আমাদের প্রায় বাধ্য হয়েই আমাদের বারটি সিমগুলো বন্ধ করতে হয়। 

এছাড়াও বাংলালিংক নতুন সিমগুলোর সাথা খুব দারুণ দারুণ অফার দিয়ে থাকে। যা আমাদের নতুন সিমগুলো কিনতে আগ্রহী করে তুলে। আর আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নতুন সিম কিনে ঠিকই কিন্তু পরবর্তীতে তা ব্যবহার না করে ফেলে রাখে।

তবে যেহেতু বর্তমানে সিম এর সাথে আমাদের অনেক ব্যাক্তিগিত তথ্য থাকে। আর একজন অসাধু ব্যাক্তি ইচ্ছে করলেই সিম ব্যবহার করে আমাদের বিপদে ফেলতে পারে। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় সিমগুলোকে বন্ধ করে দেওয়া। 

কিভাবে বাংলালিংক সিম বন্ধ করবেন | Disabling Banglalink SIM

আপনি যদি সিদ্ধান্ত নিয়েই নেন যে আপনার বাংলালিংক সিমটি বন্ধ করে দিবেন তাহলে আপনি ২ টি উপায় এ এই কাজ টি করতে পারবেন। প্রথমত আপনি চাইলে আপনার সিমটি সাময়িক বন্ধ রাখতে পারবেন অথাবা আপনি যদি চান তাহলে আপনার বাংলালিংক সিমটি চিরদিনের জন্যেও বন্ধ করতে পারবেন। 

আপনার যদি মনে হয় যে পরে কখনো এই সিমটির প্রয়োজন পরতে পারে তাহলে অবশ্যই আপনার উচিত সিমটিকে সাময়িকভাবে বন্ধ করা। আর যদি মনে হয় যে না আমার আর কখনো এই সিমটির প্রয়োজন নেই তাহলে অবশ্যই সিমটি স্থায়ী ভাবে বন্ধ করতে পারেন। 

তবে আমার পক্ষ থেকে অনুরধ থাকবে যে সিম সম্পর্কিত যে কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সেই সিম এর কাস্টমার কেয়ারে কথা বলবেন। কেননা যে কোন সেবা সম্পর্কে সেবাদাতা প্রতিষ্ঠানই সর্বাধিক জ্ঞাত। 

সাময়িকভাবে বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম | Temporary deactivate banglalink sim

আপনি যদি সাময়িকভাবে আপনার বাংলালিংক সিমটি বন্ধ করতে চান তাহলে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। এমনকি আপনাকে বাংলালিংক এর কাস্টমার কেয়ারেও যেতে হবে না। আপনা আপনার বাসা থেকেই শুধু মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনার সিমটি বন্ধ করতে পারবেন। 

বাংলালিংক সিম সাময়িকভাবে বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ 

ধাপ-১ঃ সর্বপ্রথম আপনাকে বাংলালিংক এর হেল্পলাইনে ফোন দিতে হবে। বাংলালিংক হেল্পলাইন নম্বরঃ +৮৮০১৯৫০১১১১১১ অথবা আপনি ১২১-এ কল করেও কথা বলতে পারেন। 

ধাপ-২ঃ কাস্টমার ম্যানেজারকে আপনার সমস্যা সম্পর্কে বলুন। এবং নিশ্চিত করুন যে আপনি আপনার সিমটি সাময়িক সময় এর জন্যে বন্ধ করতে চাচ্ছেন। অবশ্যই যার জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম ক্রয় করা হয়েছে তাকেই সিমটি বন্ধ করার কথা বলতে হবে।

ধাপ-৩ঃ এখন আপনাকে কিছু প্রশ্ন করার মাধ্যমে আপনার মালিকানা নিশ্চিত করা হবে। কাস্টমার ম্যানেজার যে সকল প্রশ্নও করবেন তার সথক উত্তর দিন। মালিকানা নিশ্চিত হলে সিমটি সাময়িকভাব  বন্ধ করার জন্যে বলুন। 

প্রয়োজনীয় তথ্য দিয়ে মালিকানা নিশ্চিত করলেই কিছুক্ষণের মধ্যেই আপানার সিমটি বন্ধ করে দেওয়া হবে। তবে আপনি যদি চান তাহলে পরবর্তীতে আবার বাংলালিংক কাস্টমার ম্যানেজার এর কাছে কল দিয়ে পুনরায় সিমটি চালু করতে পারবেন। 

স্থায়ীভাবে বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম | Completely deactivate Banglalink SIM

আপনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে আপনার বাংলালিংক সিমটি স্থায়িভাবে বন্ধ করবেন। তাহলে অবশ্যই আপনাকে বাংলালিংক এর নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার এ যেতে হবে। বাসায় থেকে বাংলালিংক সিম স্থায়ী ভাবে বন্ধ করার কোন পদ্ধতি নেই। 

আপনি যখন আপনার সিমটি বন্ধ করতে কাস্টমার কেয়ার সেন্টারে যাবেন তখন অবশ্যই সাথে করে সেই সিমটি এবং সেই সিমটি কেনার সময় ব্যাবহারিত জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে যাবেন। আর সিমটি যদি অন্য কারো নামে কিনে থাকেন তাহলে অবশ্যই সেই ব্যাক্তিকে সাথে নিয়ে যাবেন। 

এবার কাস্টমার কেয়ার সেন্টার এ গিয়ে কাস্টমার ম্যানেজারকে সিম বন্ধ করার যথেষ্ট কারণ দেখাবেন। এরপর কাস্টমার কেয়ার ম্যানেজার আপনার কাছে আপনার পরিচয় পত্র চাইবেন। আপনি প্রয়োজনীয় সকল কাগজপত্র দিলেই আপানকে আপানার বায়মেট্রিক্স ভেরিফিকেশন এর জন্য বলবে। 

সবশেষে আপনি আপনার আঙ্গুলের ছাপ দেওয়ার মাধ্যমে আপনার বাংলালিংক সিমটি স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন। যদিও সিমটি সম্পূর্ণভাবে বন্ধ হতে কিছুটা অপেক্ষা করতে হবে। তবে আপনাকে আর কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে না। 

আপনার সিমটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে সিম সম্পর্কীয় কোন সেবা আপনি আর গ্রহণ করতে পারবেন। তাই সিমটি বন্ধ করার আগে নিশ্চিত করবেন যে আপনার এই সিম এর দরকার ভবিষ্যতে আর কখনোই পরবে না। 

বিঃ দ্রঃ একজন ব্যাক্তি একদিনে সর্বচ্চ একটি সিম স্থায়ীভাবে বন্ধ করতে পারবে।

উপসংহার 

আশাকরি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি বাংলালিংক সিম বন্ধ করতে হয়। সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি সাময়িক ভাবে আপনার সিমটি বন্ধ করতে চাচ্ছেন না স্থায়ীভাবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সহ বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করলেই আপনার সিমটি বন্ধ করতে পারবেন। 

এছাড়াও আপনি আপনার বাংলালিংক সিমটি বন্ধ করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সাহায্য করার। পোস্টটি পরার জন্যে ধন্যবাদ।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url