সোলার প্যানেল এর দাম ২০২৩ । কোন ব্রান্ডের সোলার প্যানেল ভালো


সোলার প্যানেল এর দাম ২০২৩ :

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন । আজকে আলোচনা করবো বাংলাদেশে সোলার প্যানেল এর দাম নিয়ে । বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ এর যে অবস্থা তাতে আপনাকে বিকল্প হিসাবে সোলার সিস্টেম কেই বেছে নিতে হবে কারন এখানে লোডশেডিং এর কোন সমস্যা নাই । এছাড়াও বেশি ওয়াট এর সোলার প্যানেল কিনলে লাইট সহ ফ্যান এবং আরো বৈদ্যুতিক যন্ত্র চালাতে পারবেন । তাহলে চলুন আর দেরি না করে সোলার প্যানেল সম্পর্কে জেনে নেই । এখানে আলোচনার টপিক হল সোলার প্যানেল কি এবং কীভাবে সোলার প্যানেল কাজ করে, সোলার প্যানেল কত প্রকার এবং কোন কোম্পানি এর সোলার প্যানেল ভাল এই সমস্ত বিষয়ে লিখতে চলেছি তাই আমাদের সাথেই থাকুন । 

সৌর বিদ্যুৎ দাম ২০২৩:

সোলার প্যানেল এর দাম নির্ভর করে ওয়াট এর উপর আপনি কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন । কম ওয়াটের সোলার প্যানেল ৮,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন । সাধারণত বাড়িতে ব্যবহার করার জন্য ১০০  ওয়াট থেকে ১৫০ ওয়াটের মধ্যে ভাল মানের সোলার প্যানেল পাওয়া যায় । চলুন নিচে দেখে নেই সোলার প্যানেল কি এবং কত প্রকার ।

সোলার প্যানেল কি :

সোলার প্যানেল এর কাজ হল সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা ।  এই বিদ্যুৎ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি অথবা ব্যাটারিতে সংরক্ষণ করতে পারি । আরো একটু বিস্তারিত বললে সোলার প্যানেল মূলত photovoltaic cell বা সৌর কোষ যা ফটোভোলটাইক ইফেক্ট এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে । 

সোলার প্যানেল কত প্রকার :

সোলার প্যানেল মূলত দুই প্রকারঃ 

  • Mono-crystalline
  • Poly-crystalline

সাধারণত সোলার প্যানেল এই দুই প্রকার হয়ে থাকে মনো-কাক্রিস্টালাইন এবং পলিক্রিস্টালাইন

। পলিক্রিস্টালাইন সোলার প্যানেল তৈরি করা হয় গলিত সিলিকন ছাঁচে ডেলে তাই এই টা দামে সস্তা এবং খরচ কম কিন্তু মনো-কাক্রিস্টালাইন তৈরি করা হয় single silicon crystal দিয়ে । এই জন্য এই সোলার প্যানেল এর ক্ষমতা বেশি থাকে । এর ফলে বিদ্যুৎ ও বেশি উৎপাদন করতে পারে । 

সোলার প্যানেল এর দাম এবং মডেল :

নিচে বেশ কয়েকটি সোলার প্যানেল এর দাম এবং মডেল দেওয়া হল দেখে নিন বন্ধুরা । 


Commercial 2KW OnGrid Solar Power Plant

 ১৬০,০০০ টাকা

Industrial 20KW Solar Power System        

  ১,৬০০,০০০ টাকা

Toenergy 290W Solar Panel                

   ৮,৫০০ টাকা

Commercial 5KW Solar Power Plant          

 ৪০০,০০০ টাকা

Commercial 3KW OnGrid Solar Power System

২৪০,০০০ টাকা

Commercial 1KW Solar Power Plant      

    ৮০,০০০টাকা

Commercial 7KW SolarPower System          

৫৬০,০০০টাকা

On Grid 1.5KW Solar Power System          

১১২,৫০০টাকা

Commercial 8KW Solar Power Plant         

৬৪০,০০০ টাকা

Commercial 4KW Solar Power System   

৩০০,০০০ টাকা

Commercial 6KW Solar Power Plant        

৪৮০,০০০ টাকা

Solar Power System 1KW        

১০০,০০০ টাকা

Commercial 15KW Solar Power Plant        

 ১,২০০,০০০ টাকা

1KW On Grid Solar Power System 

৭৫,০০০ টাকা

GSA6 Galaxy Mono Solar Panel 375W        

১৬,৮৭৫ টাকা

Sukam 1100 VA Intelligent  Home Solar IPS        

  ১৩০,০০০ টাকা

Ensysco Solar Power System       

৯৫,০০০ টাকা

Ensysco 160 Watt 2Hours Backup Solar IPS Package   

৩৫,০০০ টাকা

Commercial 3KW On-Grid Solar Power System     

২৪০,০০০ টাকা

Commercial 7KW Solar Power System   

৫৬০,০০০ টাকা

On Grid 1.5KW Solar Power System        

১১২,৫০০ টাকা

Commercial 8KW Solar Power Plant       

৬৪০,০০০ টাকা

Commercial 4KW Solar Power System         

৩০০,০০০ টাকা

Commercial 10KW On Grid Solar Power Plant 

৮০০,০০০ টাকা

সৌর বিদ্যুৎ দাম ২০২৩ :

বাংলাদেশে সৌর বিদ্যুৎ এর দাম কত অনেকেই জানি না । বর্তমানে বিদ্যুৎ লোডশেডিং এর কারনে অনেকেই সৌর বিদ্যুৎ এর দাম জানার জন্য আগ্রহী হচ্ছি কারন সামনে দিনে যদি কিনা লাগে এই জন্য । উপরে বেশ কয়েকটি সৌর বিদ্যুৎ দাম দেওয়া হয়েছে দেখে নিন ।  

রহিম আফরোজ সোলার প্যানেলের দাম :

রহিম আফরোজ সোলার প্যানেলের দাম ৩০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে । আপনি চাইলে ভালো মানের ব্যাটারি দিয়ে আরো ভালো সোলার প্যানেল তৈরি করতে পারেন । তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সোলার প্যানেল হল রহিম আফরোজ সোলার প্যানেল ।

১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত :

১০০০ ওয়াট কমার্শিয়াল সোলার প্যানেল এর দাম ৮০ হাজার টাকা । সাধারণত এই ধরনের বেশি ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা হয় ব্যবসায়িক খাতে । যেকোনো ইন্ড্রাস্টিতে বিদ্যুৎ এর চাহিদা পড়ুন করার জন্য এই সোলার প্যানেল গুলো ব্যবহার করা হয় । 

১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত :

১৫০ ওয়াট সোলার প্যানেল এর দাম ৫০০০ টাকার মত হবে । কারন কোম্পানি ভেদে দাম কম বেশি হতে পারে । ভাল কোম্পানি এর সোলার প্যানেল এর দাম একটু বেশি । 

৩০ ওয়াট সোলার প্যানেলের দাম কত :

৩০ ওয়াট সোলার প্যানেল ১৫০০ থেকে ২০০০  টাকার মধ্যেই পেয়ে যাবেন । কারন শুধু দুই তিন টা বাতি জ্বালানোর জন্য এই ধরনের ছোট সোলার প্যানেল ব্যবহার করা হয় । 

100 ওয়াট সোলার প্যানেলের দাম কত :

১০০ ওয়াট সোলার প্যানেল দাম ১০,০০০ থেকে ১১,০০০ টাকা । বাড়িতে দুই তিনটা বাল্ব এবং ফ্যান চালানোর জন্য ১০০ ওয়াট সোলার প্যানেল কিনতে পারেন । 

সোলার লাইট এর দাম কত

সোলার লাইট হল অটোমেটিক সূর্য থেকে ব্যাটারিতে চার্জ এর মাধ্যমে আলো দেয় । এর ফলে আলাদা ভাবে বিদ্যুৎ লাগে না । যেমন রাস্তা এর পাশে বর্তমানে যে লাইট গুলো ব্যবহার করা হয় এই গুলো সবই সোলার লাইট । তাই আপনি ও ইচ্ছা করলে সোলার লাইট ব্যবহার করতে পারেন । সোলার লাইটের দাম ৮০০ থেকে ১০০০ টাকা । 

সোলার প্যানেল কোনটা ভালো

আমার কাছে মনে হয়েছে বাংলাদেশী ব্রান্ড হিসাবে রহিম আফরোজ সোলার প্যানেল খুব ভাল । কারন এই সোলার প্যানেল দাম প্যাকেজ ভাবে নিয়ে থাকে । প্যাকেজে আপনাকে দিবে ৮৫ ওয়াট এর সোলার প্যানেল একটি, ৮৫ এম্পিয়ার সোলার ব্যাটারি একটি এবং আরো কিছু তার,লাইট সহ সরঞ্জাম । রহিম আফরোজ সোলার প্যানেল প্যাকেজ এর দাম ২২,০০০ টাকা । 


সোলার প্যানেল এর সুবিধা এবং অসুবিধা 

সোলার প্যানেল এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে জেগুলো নিচে বর্ণনা করা হল 

সোলার প্যানেল এর সুবিধা

  • যে সব গ্রামে বিদ্যুৎ পৌছায় নাই সেখানে বিদ্যুৎ এর আলো পাওয়া যায় ।
  • রান্নার কাজে সোলার প্যানেল ব্যবহার করা যায় ।
  • বিভিন্ন রাস্তার মোড়ে সোলার প্যানেল লাইট লাগিয়ে রাস্তা বিদ্যুৎ ছাড়াই আলোকিত করা যায় ।
  • মহাকাশ যানে বৈদ্যুতিক চাহদা মেটানোর জন্য সোলার প্যানেল ভাল কাজে দেয় । 

সোলার প্যানেল এর অসুবিধা 

সোলার প্যানেল এর বেশ কিছু অসুবিধা ও রয়েছে 

  • বেশ কিছু দিন যদি সূর্য না উঠে তাহলে সোলার এর চার্জ হবে না এর ফলে বাড়িতে আলো জ্বলবে না ।

শেষ কথা 

সোলার প্যানেল এর দাম ২০২৩ নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট এ জানাবেন বন্ধুরা । সাধারণত সোলার প্যানেল যেহেতু বিদ্যুৎ এর চাহিদা মেটায় তাই আপনার জত টুকু দরকার এই পরিমাণ ওয়াটের সোলার প্যানেল কিনবেন । সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url